ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডাকাতের গুলিতে মুক্তিযোদ্ধা নিহত

প্রকাশিত: ০৪:১৭, ৫ এপ্রিল ২০১৬

ডাকাতের গুলিতে মুক্তিযোদ্ধা নিহত

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৪ এপ্রিল ॥ রবিবার রাতে ডাকাত দলের গুলিতে গৃহকর্তা মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে ও মারধরে নিহতের ছেলে, ভাই ও দু’ভাতিজাসহ চার জন আহত হয়েছে। ডাকাতরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। নিহত মুক্তিযোদ্ধার নাম পরেশ চন্দ্র ঘোষ (৭০)। গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা কাথোরা মৈশান বাড়ি এলাকায়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে। এলাকাবাসী জানায়, রবিবার রাত সোয়া একটার দিকে মুখোশ পরা ১৪-১৫ জনের সশস্ত্র ডাকাতদল প্রথমে গাজীপুর সিটি কর্পোরেশনের কাথোরা মৈশান বাড়ি এলাকার কার্তিক চন্দ্র ঘোষের বাড়িতে হানা দেয়। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি এবং মারধর করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মালামাল নিয়ে পার্শ্ববর্তী যোগেশ চন্দ্র ঘোষের বাড়ি যায় এবং বাইরে থেকে সব কটি দরজায় তালা আটকে দেয়। পরে তারা কলাপসিবল গেটের তালা ভেঙ্গে স্থানীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নরেশ চন্দ্র ঘোষের ঘরে প্রবেশ করে। ডাকাতরা দ্বিতল ওই বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন মালামাল লুট করে। বাধা দেয়ায় ডাকাতদলের সদস্যরা নরেশ চন্দ্র ঘোষ ও তার দু’ছেলে বিধান কৃষ্ণ ঘোষ ওরফে রনিকে এবং মৃণাল কান্তি ঘোষ ওরফে জনিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায়। আহতদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে ডাকাতরা লুণ্ঠিত মালামাল নিয়ে পালিয়ে যেতে থাকে। ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় নরেশের ভাতিজা পলাশ চন্দ্র ঘোষ তাদের চিনে ফেলেছি বলে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে ডাকাতরা পলাশকে লক্ষ্য করে গুলি করে। ওই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পলাশের কপাল ঘেঁষে পেছনে দাঁড়িয়ে থাকা তার বাবা মুক্তিযোদ্ধা পরেশ চন্দ্র ঘোষের কপালে বিদ্ধ হয়ে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সোমবার ওই এলাকা হতে প্রদীপ ম-ল ও হিরাকে আটক করেছে। বিশ্বনাথে প্রবাসীর বাড়ি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস থেকে জানান, বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের গড়গাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সফিক আলীর বাড়িতে রবিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতদল স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। প্রবাসীর ভাই ফজর আলী জানান, রবিবার রাত ১টার দিকে ১৪-১৫ জনের ডাকাতদল ঘরের কলাপসেবল গেটের তালা ও দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ফরিদপুরে ট্রাক উদ্ধার নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর থেকে জানান, শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে পুলিশ লুণ্ঠিত ২০ টন রডসহ ট্রাক উদ্ধার ও দুই ব্যক্তিকে আটক করেছে। রবিবার রাত সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ রডসহ ট্রাক উদ্ধার ও দুই ব্যক্তিকে আটক করে। আটককৃতরা হলো ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের মনোয়ার হোসেন এবং ঝিনাইদহ জেলার মহেশপুরের হামিদুর রহমান।
×