ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কবি রফিক আজাদ স্মরণ সভা

প্রকাশিত: ০৪:১৭, ৫ এপ্রিল ২০১৬

কবি রফিক আজাদ স্মরণ সভা

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, (নেত্রকোনা), ৪ এপ্রিল ॥ জেলার দুর্গাপুর প্রেসক্লাব ও সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক জলসিঁড়ি আয়োজনে কবি রফিক আজাদ স্মরণ সভা অনুষ্ঠিত হয় রবিবার রাতে। ‘ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো’সহ রফিক আজাদের বিভিন্ন কবিতার বহু পঙ্ক্তি বাংলা কবিতার ভক্তদের মধ্যে স্মরণীয় হয়ে আছে। রফিক আজাদের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘চুনিয়া আমার আর্কেডিয়া’, ‘সীমাবদ্ধ জলে সীমিত সবুজে’, ‘পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি, ‘প্রিয় শাড়িগুলো’, ‘কোন খেদ নেই’ ইত্যাদি। তিনি কবিতার জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদক পেয়েছেন। তিনি দীর্ঘদিন জাতীয় গ্রন্থ কেন্দ্র এবং দুর্গাপুর উপজেলার বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কবির বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে, প্রেসক্লাব সভাপতি মোঃ মোহন মিয়ার সভাপতিত্বে জলসিঁড়ির প্রতিষ্ঠাতা কবি দীপক সরকারের সঞ্চালনায় আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর লোকমান হেকিম, আলামিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক, সাবেক সভাপতি সাহাদাত হোসেন কাজল। পূর্বাঞ্চলের ১০ ট্রেনের যাত্রা বাতিল স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রেল সেতুর গার্ডারের নিচের মাটি সরে যাওয়ায় ১০ ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের উপ-পরিচালক (জনসংযোগ) জোবাইদা আক্তার জানান, সোমবার প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট পাহাড়ী ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রেল সেতুর ১৫৭ নম্বর গার্ডারের নিচের মাটি সরে যায়। ফলে সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে সে আশঙ্কায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। যুবলীগ নেতা বহিষ্কার নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৪ এপ্রিল ॥ সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজির অভিযোগে কেরানীগঞ্জের মডেল থানাধীন রুহিতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের আহ্বায়ক মনির হোসেন মনির। তিনি জানান, সম্প্রতি রুহিতপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি বিল্লাল হোসেনের বিরুদ্ধে ‘সংগঠনের পদবি’ ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ উঠে। এছাড়া তার বিরুদ্ধে সংগঠন বিরোধী ও সমাজবিরোধী কার্যকলাপের অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ রুহিতপুর ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দের কাছ থেকেও তার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ এসেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে এবং প্রাথমিকভাবে বিল্লাল হোসেনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় রুহিতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। মহিলা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৪ এপ্রিল ॥ সম্পদ ও সম্পত্তিতে সমান অধিকার- নারীর ক্ষমাতায়ন ও স্থায়িত্বশীল উন্নয়নের পূর্বশর্ত এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পাবনায় পালিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে এ উপলক্ষে সোমবার পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা ও এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সহ-সভাপতি নূরুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেখা রানী বালো। আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার আলমগীর কবির, সরকারী এ্যাডওয়ার্ড কলেজের সহযোগী অধ্যাপক রওশন আক্তার বানু, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, মহিলা পরিষদ পাবনা শাখার সাধারণ সম্পাদক কামরুন নাহার জলি। হরিণের মাংস উদ্ধার সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ৪ এপ্রিল ॥ পাথরঘাটায় হরিণ শিকারের এক হাজার ফাঁদসহ ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে চরদুয়ানী নৌ-পুলিশ ও বন বিভাগ। রবিবার রাত ১০টায় চরদুয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের কালিয়ারখালে একটি পরিত্যক্ত নৌকা থেকে এ মাংসগুলো উদ্ধার করা হয়েছে। হরিণের মাংস ও ফাঁদ পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাসী গ্রেফতার দাবি স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জের বনগ্রাম ইউনিয়নে ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত ওয়ার্ড সদস্য শেখ বেল্লাল হোসেনের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কয়েক শ’ নারী-পুরুষ মানববন্ধন করেছেন। সোমবার মোহনপুর গ্রামের এম. রাচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে তারা মানববন্ধন করেন। তারা হাবিব শেখ তার পান্ডা জাহাঙ্গীর হাওলাদারের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা শেখ আব্দুস ছত্তারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন, কামাল শেখ, সুবল হালদার, শচীন্দ্র নাথ দত্ত, সুলতান শেখ, সুবাস দাস, নিরাপদ সেন, শহিদুল শেখ, কবিতা হালদার, বিলকিস বেগম, আবুয়াল শেখ, সুখরঞ্জন দেবনাথ, মনোয়ারা বেগম, নিমাই হালদার প্রমুখ। যুবলীগ নেতা হাসপাতালে গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘায় দলীয় নেতাকর্মীদের হাতে প্রহৃত হয়ে হাসপাতালে ভর্তির পর গ্রেফতার হলেন যুবলীগ নেতা। সোমবার দুপুরে উপজেলা চত্বরে নিজ দলের কর্মীদের হাতুড়ির আঘাতে গুরুতর আহত হওয়ার পর স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিলে বাঘা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এ যুবলীগ নেতার নাম লাল বাহাদুর। স্থানীয় সূত্র জানায়, উপজেলা যুবলীগের সহ-সভাপতি লাল বাহাদুরের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপর নেতা শাহিনুর রহমান পিন্টুর দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জের ধরে সোমবার দুপুরে উপজেলার মনিগ্রাম বাজার থেকে লাল বাহাদুর বাঘা উপজেলা পরিষদের সামনে পৌঁছলে তাকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করা হয়। অস্ত্রসহ ৪ ডাকাত আটক নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৪ এপ্রিল ॥ র‌্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (সর্বহারা) ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৪ সদস্য অস্ত্রসহ গ্রেফতার হয়েছে। রাত ১টার দিকে সদর উপজেলার বাঘিল ইউপি কমপ্লেক্স ভবন এলাকায় র‌্যাব অভিযান চালায়। গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার ওমরপুর গ্রামের কোরবান আলীর ছেলে আবুল কাশেম, ইব্রাহীম, নজরুল ইসলাম ওরফে মিস্টার এবং সাইদুল ইসলাম। অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি, ১টি রামদা, ১টি চাপাতি, ১টি কিরিজ, উদ্ধার করা হয়। সোমবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। মাদকসহ আটক দুই স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডিমলা থানা পুলিশ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। সোমবার সকালে সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের পুরানথানা মহল্লার ভেদু মামুদের পুত্র হাসানুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় হাসানুর রহমানকে আটক ও বাড়ি তল্লাশি করে ১০০ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল উদ্ধার করে। অপরদিকে রবিবার রাতে ডিমলার ডালিয়া পানি উন্নয়ন অফিসের গেটে গাঁজা বিক্রির সময় ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা বাবুল ইসলামকে আটক করে পুলিশ। আহত ছাত্রীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৪ এপ্রিল ॥ ভালুকা উপজেলার বড়কাশর গ্রামে শুক্রবার বিদ্যুতস্পৃষ্টে মা মেয়েসহ ৩ জন আহত হয়। আহতদের ময়মনসিংহ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার ভোরে সোনিয়া আক্তার (১৬) মারা যায় । জানা যায়, উপজেলার বড়কাশর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শ্রীপুর উপজেলার ধনুয়া উচ্চ বিদ্যালয়ের ২০১৬ সালের এসএসসি পরীক্ষার্থিনী সোনিয়া আক্তার ঘটনার দিন দুপুরে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়ে। এ সময় তার মা ফরিদা ও প্রতিবেশী লাভলি আক্তার সোনিয়াকে উদ্ধার করতে এসে তারাও বিদ্যুতায়িত হয়ে আহত হয়। চালকদের জন্য কর্মশালা নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৪ এপ্রিল ॥ সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে নড়াইলে শুরু হয়েছে দুইদিনব্যাপী পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা সচেনতা বৃদ্ধিমূলক কর্মশালা। সোমবার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ), আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, বিআরটিএ খুলনা বিভাগের উপ-পরিচালক (ইঞ্জিঃ) জিয়াউর রহমান, বিআরটিএ যশোর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) সৈয়দ মেজবাহ উদ্দিন প্রমুখ। কর্মশালায় জেলার একশ’ পেশাজীবী গাড়ি চালক অংশগ্রহণ করছে।
×