ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমে পোকার আক্রমণ

প্রকাশিত: ০৪:১৬, ৫ এপ্রিল ২০১৬

আমে পোকার আক্রমণ

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ আমের রাজ্য খ্যাত রাজশাহীতে এ বছর গাছে গাছে আমের মুকুলের আধিক্য দেখে কৃষকের মনে আলোর নাচন দেখা দিয়েছিল। তবে এখন গুটি খসে পড়ায় হতাশায় ভুগতে শুরু করেছেন তারা। গুটি থেকে কুড়ালি এবং আমের আকার বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছ থেকে ঝরে পড়ছে গুটি। বৈরী আবহাওয়া ও হপারের আক্রমণে গুটি খসে পড়ায় এবার উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা করছেন আম সংশ্লিষ্টরা। গত কয়েক বছরে রাজশাহীতে বেড়েছে আমের আবাদ। একইসঙ্গে বৃদ্ধি পেয়েছে উৎপাদনও। কিন্তু গত বছরের তুলনায় এবারে আমের গুটি ঝরে যাওয়ায় আমচাষীরা বিপাকে পড়েছেন। লিজ নেয়া বাগানে আশানুরূপ আম না থাকায় শুরুতেই লোকসানের শঙ্কায় পড়েছেন চাষীরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যানুযায়ী, রাজশাহী জেলায় ১৮ হাজার ৩৬৫ হেক্টর জমিতে প্রায় সাড়ে ৬ লাখ আম গাছ রয়েছে। এ বছর মৌসুমের শুরুতে গাছে গাছে পর্যাপ্ত মুকুল ও গুটি দেখা দিলেও বেশিরভাগ গাছেই এখন আম নেই। পবার আমচাষী আক্কাস আলী জানান, তার দুইশটি আমগাছ সমৃদ্ধ বাগান লিজ নেয়া আছে। গত বছর ভাল আম থাকলেও এবারে বাগানে তেমন আম নেই। তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিচারকের মামলা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আসামিপক্ষের হয়ে আদালতে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে মুলাদী থানার একটি মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাছাড়। মামলায় অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে দ-বিধির ১৭৭ ধারায় (পেনাল কোড) অপরাধের অভিযোগ আনা হয়। সোমবার সকালে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী শওকত হোসেন জানান, মুলাদী থানার এসআই নাসির উদ্দিনের বিরুদ্ধে রবিবার বিকেলে একই আদালতে মামলাটি (সিআর মামলা নং-৭১/১৬) দায়ের করা হয়েছে। এ সময় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক অমিত কুমার দে মামলাটি আমলে নিয়ে অভিযোগটি বিচার বিভাগীয় তদন্তের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামকে নির্দেশ দিয়েছেন।
×