ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুই মেম্বার প্রার্থীর সমান ভোট ॥ ফুলের মালা ফুলের গলায়

প্রকাশিত: ০৪:১৫, ৫ এপ্রিল ২০১৬

দুই মেম্বার প্রার্থীর সমান ভোট ॥ ফুলের মালা ফুলের গলায়

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৪ এপ্রিল ॥ বাজিতপুরের পিরিজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুই সাধারণ মেম্বার প্রার্থী সর্বোচ্চ ও সমান ভোট পাওয়ায় সিদ্ধান্ত ছিল পুনর্নির্বাচনের ব্যবস্থা করার। কিন্তু রহস্যজনক কারণে রিটার্নিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার যোগসাজশ করে একজনকে নির্বাচনের পরদিন এক ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করেছেন। এ নিয়ে এলাকাবাসী রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও করেছেন। পরাজিত প্রার্থী সোমবার দুপুরে জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ফল প্রত্যাখ্যান করে মামলা করবেন বলে জানিয়েছেন। মোরগ প্রতীকের মেম্বার প্রার্থী এনায়েত উল্লাহ সোহাগ সংবাদ সম্মেলনে জানান, গত ৩১ মার্চ ৪নং ওয়ার্ডে ছয় মেম্বার প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিলেন। পরে ভোট গণনায় দেখা গেছে তিনি এবং তার প্রতিদ্বন্দ্বী আপেল প্রতীকের মোঃ ফুল মিয়া ৪২৩ ভোট পেয়েছেন, যে কারণে মেম্বার পদে কোন ফল ঘোষণা করা হয়নি। কেবল চেয়ারম্যান এবং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার পদের ফল ঘোষণা করা হয়। আর প্রিসাইডিং অফিসার হারুন অর রশিদ কেন্দ্রেই ঘোষণা দিয়েছিলেন যে, এই ওয়ার্ডে সাধারণ মেম্বার পদে পুনর্নির্বাচনের ব্যবস্থা করা হবে। এই কথা বলে তিনি ব্যালট পেপারসহ সরঞ্জাম নিয়ে উপজেলা পরিষদে চলে যান। সেখানে গিয়ে রিটার্নিং অফিসার বাজিতপুরের উপজেলা উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলামের সঙ্গে কথা বললে তিনিও সোহাগকে পুনর্নির্বাচনের কথা বলেছিলেন। একপর্যায়ে ইউএনও এজেডএম সারজিল হাসান এবং স্থানীয় এমপি আফজাল হোসেনের সঙ্গে কথা বললে তারাও সোহাগকে পুনর্নির্বাচন হবে বলে জানিয়েছিলেন। কিন্তু পরদিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফুল মিয়ার লোকেরা এলাকায় বিজয় মিছিল করে। এ বিষয়ে এনায়েত উল্লাহ সোহাগ রিটার্নিং অফিসারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ফুল মিয়া ৪২১ ভোট এবং সোহাগ ৪২০ ভোট পেয়েছেন। ফলে ফুল মিয়াকে এক ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তই চূড়ান্ত। এর বিরুদ্ধে এমপি কেন, প্রধানমন্ত্রীও কিছু করতে পারবেন না বলে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সোহাগ অভিযোগ করেছেন। এ বিষয়ে তিনি রিটার্নিং অফিসার বরাবর লিখিত আপত্তি জানালেও তা গৃহীত হয়নি। প্রিসাইডিং অফিসার হারুন অর রশিদ জানান, নির্বাচনের দিন কেন্দ্রেই তিনি ফল ঘোষণা করেছেন আর রাত ১০টায় উপজেলা সদরে গিয়ে ফলাফল ঘোষণা করেছেন। বাগেরহাটে হত্যার দায়ে দু’জনের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট শহরে ওবায়দুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে দু’জনকে যাবজ্জীবন সশ্রম কারাদ-াদেশ হয়েছে। একই সঙ্গে প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদ-াদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল করিম এ রায় দেন। একই মামলার অপর দুই আসামিকে পাঁচ বছর করে কারা-াদেশ ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাভোগের আদেশ দেয়া হয়েছে। যাবজ্জীবন দ-প্রাপ্তরা হলেন- শহরের খারদ্বার এলাকার ফজলুল মল্লিকের ছেলে রুবেল ও জাহাঙ্গীর খানের ছেলে খান মোহাম্মদ জিহাদ। পাঁচ বছরের দ-াদেশ প্রাপ্তরা হলো,শহরের সম্মিলনী স্কুল রোডের সামাদ পাইকের মেয়ে সুমনা নাজনিন বনানী ও খুলনার বটিয়াঘাটা উপজেলার ধাইয়ারকূল বাড়ি গ্রামের মোসলেম মোল্লার ছেলে খালিদ মোল্লা। ২০১০ সালে আলীয়া মাদ্রাসা সড়কে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
×