ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মতিন স্পিনিংয়ের পরিচালকদের জরিমানা

প্রকাশিত: ০৪:০৯, ৫ এপ্রিল ২০১৬

মতিন স্পিনিংয়ের পরিচালকদের জরিমানা

অর্থনৈতিক রিপোর্টার ॥ অনুমোদন ছাড়া প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত টাকা এফডিআর (স্থায়ী আমানত) হিসাবে ব্যাংকে আমানত রাখার দায়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং মিলসের প্রত্যেক পরিচালককে ২ লাখ টাকা করে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে স্বতন্ত্র বা মনোনীত পরিচালককে এই শাস্তির আওতার বাইরে রেখেছে কমিশন। সোমবার কমিশনের ৫৬৯তম কমিশন সভায় এ জরিমানা করা হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রসপেক্টাসে বর্ণিত উদ্দেশ্য ব্যতীত আইপিওর অর্থ অন্য কোন খাতে ব্যবহার করতে হলে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হয়। শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়ার পর তা কমিশন ও স্টক এক্সচেঞ্জকে অবহিত করতে হয়। কিন্তু মতিন স্পিনিং এ ধরনের কোন অনুমোদন ছাড়াই আইপিওর টাকা এফডিআর হিসাবে ব্যাংকে আমানত রেখেছে। এর মাধ্যমে কোম্পানি আইপিওর অনুমতিপত্র পার্ট-বি এর ৭নং শর্ত ভঙ্গ করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
×