ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চলতি বছরে সর্বোচ্চ সূচক বাড়ল ৫২ পয়েন্ট

প্রকাশিত: ০৪:০৮, ৫ এপ্রিল ২০১৬

চলতি বছরে সর্বোচ্চ সূচক বাড়ল ৫২ পয়েন্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই স্টক এক্সচেঞ্জে সোমবার সূচকের উত্থানের সঙ্গে বেড়েছে লেনদেনও। এই নিয়ে টানা পাঁচ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উর্ধগতি দেখা গেল। শুধু তাই নয়, দিনটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে প্রায় ৩১ শতাংশ। এছাড়া সেখানে সব ধরনের সূচকই বেড়েছে ১ শতাংশের ওপরে। সোমবার পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমার মেয়াদ বাড়াতে গবর্নরের সঙ্গে দেখা করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রকিবুর রহমান ও সংসদ সদস্য আবদুর রহমান। এ বিষয়ে রকিবুর রহমান বলেন, আমরা পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমার মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছি। আশা করি নতুন গবর্নর তা অনুমোদন দেবেন। এটা শেয়ার বাজারের উন্নয়নে অবদান রাখবে। এর আগে রবিবার ডিএসই’র নেতৃবৃন্দের সঙ্গে অর্থমন্ত্রী ও ব্যাংকিং সচিবের এক অনানুষ্ঠানিক বৈঠক হয়। বৈঠকে অর্থমন্ত্রী বিনিয়োগের সময়সীমা বাড়ানোর আশ্বাস দেন। এই আশ্বাসের পরেই সোমবার বাংলাদেশ ব্যাংকে গেলেন ডিএসইর প্রতিনিধি দলটি। সোমবারের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৯৫টি কোম্পানির। আর দর কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির। ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের তুলনায় ১১৬ কোটি ৪১ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৭৩ কোটি ৯৮ লাখ টাকা। সকালে সূচকের উত্থান দিয়ে শুরুর পরে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৩১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৭৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : তিতাস গ্যাস, ইবনে সিনা, লঙ্কা বাংলা ফাইন্যান্স, আমান ফিড, ইফাদ অটোস, বারাকা পাওয়ার, কেডিএস এক্সেসরিজ, বিএসআরএম লিমিটেড, কেয়া কসমেটিকস ও বেক্সিমকো ফার্মা। দরবৃৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : তিতাস গ্যাস, ন্যাশনাল হাউজিং এ্যান্ড ফাইন্যান্স, লিগ্যাসি ফুটওয়ার, ইবনে সিনা, এসআইবিএল, মার্কেন্টাইল ব্যাংক, সামিট পোর্ট এলায়েন্স ও রিলায়েন্স ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : আইএসএন, আজিজ পাইপস, কেডিএস এক্সেসরিজ, পূবালী ব্যাংক, জেমিনি সী ফুড, ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন লুব্রিক্যান্টস, ন্যাশনাল টি, নিটল ইন্স্যুরেন্স ও এমারেল্ড অয়েল। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ১৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৬৪৯ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। সিএসই’র লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ডিবিএইচ, তিতাস গ্যাস, আইএফআইসি মিউচ্যুয়াল ফান্ড, লঙ্কা বাংলা ফাইন্যান্স, আইসিবি ১ম এনআরবি, বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট, ড্রাগন সোয়েটার, কেডিএস এক্সেসরিজ ও আইটিসি।
×