ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩

প্রকাশিত: ০৪:০৮, ৫ এপ্রিল ২০১৬

পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল ও কাশ্মীরে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট ভূমি ও ছাদ ধসে অন্তত ৫৩ জনের মৃত্যু ও আরও ৬০ জন আহত হয়েছে। রবিবার দেশটির কর্মকর্তারা একথা জানান। শনিবার রাত থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশ ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিলম উপত্যকায় মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক মুখপাত্র বলেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। তারা এখনও দুর্গম কয়েকটি এলাকার খবরের অপেক্ষায় রয়েছেন। চলমান এই প্রাকৃতিক দুর্যোগে সাঙ্গলা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এএফপি’র। ৭৮ বছর বয়সেও... মার্কিন নাগরিক ৭৮ বছর বয়সী শার্লি ওয়েব। হাসিমুখে তুলে নিচ্ছেন ১০২ কেজি ওজন। অথচ দুই বছর আগে সিঁড়ি দিয়ে উঠতেও সাহায্যের প্রয়োজন হতো। ডাক্তারের পরামর্শেই স্থানীয় জিমে যোগ দেন তিনি। শার্লির জিম ট্রেনার জন রাইট এ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করা মাত্রই পড়ে গেছে লাইকের বন্যা। -সংবাদ প্রতিদিন আসামি ধরতে এ্যাপ সফ্টওয়্যার আগেই ছিল। এবার হাজির এ্যাপ। দুষ্টের দমনে কলকাতা পুলিশের নয়া হাতিয়ার। পুলিশ বলছে, অপরাধীদের তথ্যপঞ্জি সব সময়ে হাতের নাগালে রাখতে চালু করা হচ্ছে ক্রিমিন্যাল ট্র্যাকিং সিস্টেমস (সিটিএস) নামে ওই এ্যাপ। লালবাজারের দাবি, দাগী দুষ্কৃতকারীদের গতিবিধি নজরে রাখতে বিশেষত নির্বাচনের আগে সাহায্য করবে এটি। এর ফলে কোন দুষ্কৃতকারী কোন এলাকায় সক্রিয় তার বিরুদ্ধে কী কী অভিযোগ আছে, হাতের স্মার্টফোনেই মিলবে সেই তথ্য। তার ওপরে কোন নতুন পুলিশ অফিসারের হাতে পড়ে যাতে দাগীরা পালিয়ে না যেতে পারে সেটাও নিশ্চিত করা যাবে। আনন্দবাজার
×