ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতায় সম্মত বাদশাহ সালমান ও মোদি

পাঁচটি চুক্তি সই ভারত ও সৌদি আরবের

প্রকাশিত: ০৪:০৭, ৫ এপ্রিল ২০১৬

পাঁচটি চুক্তি সই ভারত ও সৌদি আরবের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার প্রথম সৌদি আরব সফরে রবিবার দেশটির বাদশা সালমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা ও বিনিযোগ সহজতর করতে সম্মত হয়েছেন। সৌদি আরবে বৃহৎ সংখ্যক ভারতীয় শ্রমিক রয়েছে এবং দেশটি ভারতের এক বড় বাণিজ্যিক অংশীদার। ভারতের অপরিশোধিত তেল আমদানির প্রায় ১৯ শতাংশ সৌদি আরব সরবরাহ করে। পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও মোদির সফর দুই দেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ককে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। খবর ডন ও এএফপির। সন্ত্রাসীদের অর্থায়ন ও মানি লন্ডারিং ‘এর সঙ্গে সম্পর্কিত গোয়েন্দা তথ্য বিনিময়ের পরিকল্পনার পাশাপাশি শ্রম সহযোগিতা চুক্তি এবং বেসরকারী খাতে বিনিয়োগ উন্নীত করাসহ পাঁচটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও সৌদি আরব। এছাড়া দুই পক্ষ সামরিক বিশেষজ্ঞদের পারস্পারিক সফর ও যৌথ সামরিক মহড়ার মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতার বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়েও সম্মত হয়েছে। বাদশাহ সালমানের সঙ্গে মোদির বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব দীর্ঘদিন ধরেই ভারতের সবচেয়ে বড় অপরিশোধিত তেল সরবরাহকারী এবং ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম অপরিশোধিত তেলের ভোক্তা। ২০১৪ সালে দুই দেশের মধ্যে তিন হাজার ৯০০ কোটি ডলারের বাণিজ্য হয়। ভারতের ওপর সৌদি আরব তার প্রতিদ্বন্দ্বী দেশ ইরানের চেয়ে বেশি প্রভাব বজার রাখতে চাইছে। ইরানও ভারতে তাদের তেল রফতানি বাড়াতে চাইছে। এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে চাপে ফেলার পরিকল্পনার অংশ হিসেবে ইসলামাবাদের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের সঙ্গে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে এই সফরে গিয়েছেন মোদি। এক যৌথ বিবৃতিতে বাদশাহ সালমান ও প্রধানমন্ত্রী মোদি বলেছেন, তারা সন্ত্রাসের তীব্র নিন্দা করেন এবং সন্ত্রাসের সঙ্গে কোন নির্দিষ্ট জাতি, ধর্ম ও সংস্কৃতিকে সম্পৃক্ত করে দেখানোর চেষ্টা প্রত্যাখ্যান করেন। মোদির দলের সঙ্গে চরম কট্টরপন্থী হিন্দু দলের সম্পৃক্ততা নিয়ে তোপের মুখে পড়েছেন এবং দেশটির ১২ কোটি মুসলিম জনগণের সঙ্গে তার দীর্ঘ অস্বস্তিকর সম্পর্ক রয়েছে। বাদশাহ সালমান ভারতের কেরালার একটি মসজিদের গোল্ড প্লেটেড রেপ্লিকা মোদিকে উপহার দিয়েছেন। ওই মসজিদটি আরব ব্যবসায়ীরা সপ্তম শতকের প্রথম দিকে নির্মাণ করেছিলেন। মোদিকে সৌদি আরবের সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত করা হয়েছে। সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ রবিবার মোদির হাতে ‘বাদশা আবদুল আজিজ উত্তরীয়’ তুলে দিয়েছেন। সৌদি আরবের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ আল সৌদের নামে এই পুরস্কারটি প্রবর্তন করা হয়েছে।
×