ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উইসকনসিন প্রাইমারিতে ট্রাম্পের হার কঠিন করবে তার পথ

বদলে যাবে রিপাবলিকান লড়াই

প্রকাশিত: ০৪:০৬, ৫ এপ্রিল ২০১৬

বদলে যাবে রিপাবলিকান লড়াই

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির অগ্রগামী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবারের দলীয় প্রাইমারি ভোটে বিপর্যয়ের মুখে রয়েছেন। এর আগে দলীয় মনোনয়নের লড়াইয়ে ট্রাম্প তার প্রচার অভিযানে গত সপ্তাহে সবচেয়ে বেশি ব্যর্থতার পরিচয় দেন। প্রপার্টি ডেভেলপার ট্রাম্প টেড ক্রুজের কাছে হেরে যাবেন বলে মনে করা হয়। টেক্সাসের সিনেটর ও তুখোড় বক্তা ক্রুজ ট্রাম্পকে আটকাতে জোর চেষ্টারত রক্ষণশীলদের আশার উৎসস্থল। এ চেষ্টা রিপাবলিকান পার্টির গভীর অন্তর্কলহেরই অংশ। উইসকনসিন ট্রাম্পকে রুখতে মরিয়া হয়ে ওঠা শক্তিগুলোর জন্য এক অপ্রত্যাশিত রণক্ষেত্রেই পরিণত হয়েছে। এ অঙ্গরাজ্যে মঙ্গলবার অনুষ্ঠেয় প্রাইমারি এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে দেখা দিচ্ছে, যা রিপাবলিকান দলের মনোনয়নের লড়াইয়ের গতি-প্রকৃতি পাল্টে দিতে পারে। খবর গার্ডিয়ান ও ওয়াশিংটন পোস্ট অনলাইনের। ক্রুজ গত সপ্তাহে ওই অঙ্গরাজ্যে সবকয়টি জরিপেই ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। দুটি জরিপে ক্রুজ একেবারে ১০ পয়েন্টের ট্রাম্পকে পেছনে ফেলে দিয়েছেন। ক্রুজ এ অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ ৪২ জন দলীয় প্রতিনিধির মধ্যে ৩৯ জনেরই সমর্থন পেতে পারেন। প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়ন পেতে হলে কোন প্রার্থীকে ১,২৩৭ জন ডেলিগেটের সমর্থন পেতে হবে। ট্রাম্পের বেপরোয়া আচরণ উইসকনসিনবাসীর মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বলে মনে হয়। তিনি অঙ্গরাজ্যের গবর্নর স্কট ওয়াকারকে বার বার অপমান করেছেন। অথচ ওয়াকার রিপাবলিকানদের মধ্যে জনপ্রিয়। ওয়াকার যখন প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন তখন তাকে এক ছোট ছেলের মতো বাক্সবন্দী করে পাঠিয়ে দেয়ায় কথা গর্বের সঙ্গে এক সাক্ষাতকারে বলেছিলেন ট্রাম্প। উইসকনসিনের এক প্রভাবশালী রক্ষণশীল রেডিও উপস্থাপন চার্লিসাইকস রবিবার বলেন, ট্রাম্প কৃষ্টি ও রাজনৈতিক দৃশ্যপট বুঝতে ব্যর্থ হয়েছেন। ক্রুজের বিজয় ব্যবসায়ী ট্রাম্পকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়া থেকে বিরত রাখতে বদ্ধপরিকর এমন ব্যক্তিদের মনে নতুন আশার সঞ্চার করবে। ট্রাম্প দেশজুড়ে নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সম্ভাব্য ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের হাতে শোচনীয়ভাবে পরাজিত হবেন বলে বার বার জরিপে দেখা যায়। হিলারি ও ডারমটের সিনেটর ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী বার্নি স্যান্ডারসও মঙ্গলবার উইসকনসিন ডেমোক্র্যাটিক প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হবেন। স্যান্ডারস সাম্প্রতিক জরিপে ওই অঙ্গরাজ্যে হিলারির চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। ট্রাম্পের পরাজয় তার জন্য এক বিব্রতকর বিপর্যয়ই হবে, কারণ ওই অঙ্গরাজ্যে কেবল ৪২ জন ডেলিগেটের সমর্থনের জন্যই লড়াই হবে না; উপরন্তু এতে তার যেখানে শক্তিশালী হওয়ার কথা সেখানে তার দুর্বলতার বহির্প্রকাশ ঘটবে। সেখানে বিরাটসংখ্যক শিল্প শ্রমিক তার পক্ষেই ভোট দেবে বলে প্রত্যাশা করা হয়েছে। উইকসনসিনে চূড়ান্ত পরাজয় ট্রাম্পের সরাসরি দলীয় মনোনয়নলাভের জন্য প্রয়োজনীয় ১,২৩৭ ডেলিগেটের সমর্থন যোগাড় করার সুযোগও হ্রাস করে দেবে। এরূপ ব্যর্থতা দলকে জুলাই মাসে ক্লেভেল্যান্ডে এক প্রকাশ্য কনভেনশন ডাকতে বাধ্য করবে। এপির জরিপে দেখা যায়, বর্তমানে ট্রাম্পের পক্ষে ৭৩৬ জন অঙ্গরাজ্য ডেলিগেটের সমর্থন, ক্রুজের পক্ষে ৪৬৩ জন এবং ওয়াহিওর গবর্নর জন ক্যাসিকের পক্ষে ১৪৩ জনের সমর্থন রয়েছে।
×