ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যোগাযোগে সহায়ক পোশাক

প্রকাশিত: ০৬:০২, ৪ এপ্রিল ২০১৬

যোগাযোগে সহায়ক পোশাক

উচ্চ প্রযুক্তি ও বিশেষ ক্ষমতাসম্পন্ন কাপড় তৈরির পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। এই বিশেষ কাপড় দেখা, শোনা, যোগাযোগ করা, শক্তি সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ, স্বাস্থ্যের প্রতি নজর রাখা, রং পরিবর্তনের ক্ষমতাসহ বিভিন্ন ধরনের কাজ করতে পারবে। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এমন কাপড় উদ্ভাবনের উদ্যোগ নিয়েছে। বিশেষ কাপড়ের পরিকল্পনা বাস্তবায়নের সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করছে পেন্টাগন। এরই মধ্যে সাত কোটি ৫০ লাখ মার্কিন ডলার এ খাতে দেয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ্যাশ কার্টার গত শুক্রবার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে এক বক্তৃতায় বিশেষ কাপড়ের পরিকল্পনা বাস্তবায়নে নেয়া উদ্যোগের কথা জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়, পণ্য উৎপাদনকারী, অলাভজনক সংগঠনসহ ৮৯ প্রতিষ্ঠানকে নিয়ে সংস্থা গঠন করা হয়েছে। সংস্থার অর্থায়ন হিসেবে ২৪ কোটি মার্কিন ডলারের কথা জানান এ্যাশ কার্টার। তিনি আরও বলেন, যা পরিকল্পনা করা হচ্ছে, বাস্তবায়নে এর সবই সম্ভব কিনা, এ বিষয়ে তার সংশয় আছে। পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, সংগঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিজ ক্ষেত্রে নামকরা কিছু প্রতিষ্ঠানকে রাখা হয়েছে। সংগঠনের মধ্যে আছে শব্দের বিভিন্ন যন্ত্র প্রস্তুতকারী ‘বোস’, কম্পিউটার চিপ প্রস্তুতকারী ‘ইনটেল’, অতিসূক্ষ্ম কাপড় প্রস্তুতকারী ‘ফাইবরিও’, প্রকৌশল প্রতিষ্ঠান ‘ওয়ারউইক মিলস’, জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘নিউ ব্যালান্স’। ওয়েবসাইট অবলম্বনে।
×