ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মারুতি সুজুকি ইন্ডিয়ার বিক্রি বেড়েছে ১৬ শতাংশ

প্রকাশিত: ০৪:০৭, ৪ এপ্রিল ২০১৬

মারুতি সুজুকি ইন্ডিয়ার বিক্রি বেড়েছে ১৬ শতাংশ

ভারতের সর্ব বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মারুতি সুজুকি ইন্ডিয়ার (এমএসআই) মার্চে মোট বিক্রি ১৫.৯ শতাংশ বেড়েছে। ওই মাসে প্রতিষ্ঠানটির ১ লাখ ২৯ হাজার ৩৪৫টি গাড়ি বিক্রি হয়েছে। সেখানে গত বছর একই সময়ে বিক্রি হয় ১ লাখ ১১ হাজার ৫৫৫টি গাড়ি। ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, মার্চে দেশে প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রি বেড়েছে ১৪.৬ শতাংশ। ওই মাসে প্রতিষ্ঠানটি শুধু দেশে ১ লাখ ১৮ হাজার ৮৯৫টি গাড়ি বিক্রি করেছে। সেখানে ২০১৫ সালের মার্চে প্রতিষ্ঠানটি ১ লাখ ৩ হাজার ৭১৯টি গাড়ি বিক্রি করে। তবে মার্চে কোম্পানিটির মিনি সেগমেন্ট গাড়ি যেমন অল্টো, ওয়াগন আর এর বিক্রি সম্মিলিতভাবে ৮.৭ শতাংশ কমেছে। ওই মাসে প্রতিষ্ঠানটি এসব গাড়ি বিক্রি করেছে ৩৬ হাজার ৬৭৮টি। অথচ গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটি ৪০ হাজার ১৫৯টি এসব গাড়ি বিক্রি করে। -অর্থনৈতিক রিপোর্টার
×