ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রামের নাম বদল করায়...

প্রকাশিত: ০৪:০২, ৪ এপ্রিল ২০১৬

গ্রামের নাম বদল করায়...

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩ এপ্রিল ॥ লতাচাপলী ইউনিয়নের মৎস্যবন্দর আলীপুর গ্রামের নাম বাদ দিয়ে খানাবাদ গ্রাম নামকরণের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন। রবিবার সকাল ৮টায় কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এলাকাবাসী জানান, প্রায় তিন যুগ আগে এ গ্রামটিকে স্থানীয় আলী চৌকিদারের নামে আলীপুর নামকরণ করা হয়। কিন্তু একটি মহল গ্রামটির আংশিক কর্তন করে খানাবাদ গ্রাম নামকরণের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কিন্ডার গার্টেনে অগ্নিসংযোগ নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩ এপ্রিল ॥ দুর্বৃত্তদের আগুনে ভস্মীভূত হয়ে গেছে আশুলিয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠান। আশুলিয়ায় একটি কিন্ডার গার্টেন এ্যান্ড হাইস্কুল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকার ‘উইলসন কিন্ডার গার্টেন এ্যান্ড হাইস্কুল’ এ। বিদ্যালয়টির অধ্যক্ষ মর্জিনা আক্তার জানায়, গভীর রাতে কে বা কারা বিদ্যালয়ের একটি কক্ষে আগুন দেয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। আগুনে বিদ্যালয়টির ১১টি কক্ষ পুড়ে যায়। এতে কক্ষের ভেতর থাকা বই, কম্পিউটারসহ মূল্যবান কাগজপত্র ভস্মীভূত হয়ে যায়। ব্যবসায়ীর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার সদর ও বাকেরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী অড়িয়াল খাঁ নদীতে নৌকা ডুবিতে নিখোঁজের একদিন পর শনিবার সন্ধ্যায় পান ব্যবসায়ী ফজর আলী সিকদারের (৫৫) লাশ উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। কোস্টগার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার মঞ্জুরুল করিম জানান, শনিবার দিনভর তারা ওই নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যার দিকে নদীর কাটাদিয়া চরের ইটের ভাটা সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ ব্যবসায়ী ফজর আলীর লাশ উদ্ধার করা হয়। ২৮ দিন পর দিন মরদেহ উদ্ধার স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ শাহ আলমের (৪৫) মৃতদেহ ২৮ দিন পর উদ্ধার হয়েছে। রবিবার ভোরে সিরাজগঞ্জের এনায়েতপুর স্পারের দক্ষিণে যমুনা নদীর পশ্চিম তীরে শাহ আলমের লাশ ভাসমান অবস্থা থেকে উদ্ধার করা হয়। পরে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়িতে জানাযা শেষে তার লাশ দাফন করা হয়। ৬ মার্চ বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভাঙ্গাবাড়ি মহল্লার আবুল হোসেনের ছেলে শাহ আলম যমুনার নতুন চরে ফসল তুলে নৌকায় বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়। অপহৃত দুই বৃদ্ধ উদ্ধার নিজস্ব সংবাদদতা, গাইবান্ধা, ৩ এপ্রিল ॥ সাঘাটা উপজেলার গোবিন্দি গ্রাম থেকে ইদ্রিস আলী পাটোয়ারী নামের এক অপহরণকারীকে রোববার সকালে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় ২টি পাইপগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করে। পুলিশ মুক্তিপণের জন্য আটকে রাখা বগুড়া জেলার আদমদীঘি উপজেলার আখিরা গ্রামের আব্দুল জব্বার (৬৪) ও ইয়াসিন আলী প্রামানিককে (৬৫) উদ্ধার করেছে। সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, মার্চ মাসের ২৮ তারিখে ওই দু’ব্যক্তিকে অপহরণ করে সাঘাটার চরগোবিন্দি গ্রামে আটকে রেখে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নন্দীগ্রামে বালিকা বধূ ধর্ষিত স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ নন্দীগাম উপজেলায় শনিবার রাতে এক বালিকাবধূ (১৬) ধর্ষিত হয়েছে। পুলিশ এ ঘটনায় ধর্ষক লিটন কুমার মোহন্তকে আটক করেছে। পুলিশ জানায়, গুন্দইল গ্রামের ওই বালিকার ৩ মাস আগে বিয়ে হয়। শনিবার রাত ৮টার দিকে সে প্রকৃতির ডাকে ঘরের বাইরে এলে একই গ্রামের লিটন চন্দ্র তাকে জাপটে ধরে মুখে কাপড় গুঁজে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে ধর্ষককে আটক করে। এতে ধর্ষকের পরিবারের লোকজন ধর্ষককে ছাড়িয়ে নিতে গেলে দু’পক্ষের মধ্যে মারপিট হয়। পরে ধর্ষক পালিয়ে যায়। পুলিশ অভিযোগ পেয়ে রবিবার ভোরে ধর্ষককে আটক করে। ব্রিজ ভেঙ্গে পড়ায় যোগাযোগ বন্ধ নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৩ এপ্রিল ॥ লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম মহাসড়কের বেইলি ব্রিজ ভেঙ্গে ২০ ঘণ্টা ধরে সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে গভীর রাত হতে বিকল্প পথে ৫০ কিলোমিটার ঘুরে যানবাহন চলাচল শুরু করেছে। এখনও সড়ক ও জনপথ সেতুটি নির্মাণে হাত দেয়নি। শনিবার রাত সাড়ে ৮টায় পাথরবোঝাই ট্রাক মহেন্দ্রনগর হতে বড়বাড়ি যাওয়ার পথে বুড়িরবাজার সেতুর উপরে উঠলে সেটি ভেঙ্গে পড়ে। সংস্কারের অভাবে সেতুটি জরাজীর্ণ ছিল। ভেঙ্গে পড়ায় কুড়িগ্রাম, রংপুর ও ঢাকা যাওয়ার পথে শতাধিক যানবাহন সেতুটির দু’ধারে আটকা পড়ে। সবচেয়ে দুর্ভোগে পড়ে নারী ও শিশুরা। পরে গভীর রাতে লালমনিরহাট শহরের ভেতর দিয়ে কুলাঘাট হয়ে বড়বাড়ি দিয়ে বিকল্প পথে যানবাহন চলাচল শুরু করে। মাদক বিক্রেতাদের গ্রেফতার দাবি স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় মেহেদী হাসান মাহিনের ওপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে পৃথক মানববন্ধন করেছে ৫ শতাধিক নারী-পুরুষ। রবিবার শহরের জুবলি রোডে ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে পঞ্চসার ইউনিয়নের শতশত নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনকারীরা বলেন, মাদক বিক্রিতে বাধা দেয়ায় গত ৬ মার্চ পঞ্চসার এলাকায় চিহ্নিত মাদক বিক্রেতা জুয়েল, পলাশ, স্বপন, পায়েল, শাহিন, শুভ, রবিন, হৃদয়, রাকিব, রুবেল ও হিমেল নামের সংঘবদ্ধ একটি সন্ত্রাসীদল দেশী-বিদেশী অস্ত্র নিয়ে মাহিনকে পঞ্চসার সড়কে আটকে ব্যাপক মারধর করে ও ঘাড়ে গুলি করে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাকিব, রুবেল ও হিমেল নামের ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে দাবি করে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই সাদিকুর রহমান বলেন, অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ধর্ষককে গ্রেফতার দাবি স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাটে ৭ বছরের এক স্কুল ছাত্রী ধর্ষণের চেষ্টা মামলার আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার দুপুরে ফকিরহাট উপজেলা সোনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন। এ ঘটনায় মামলা হলেও পুলিশ এখনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। শিশুটির পরিবারের অভিযোগ, আসামিপক্ষ মামলা তুলে নেয়ার জন্য নানা হুমকি ধামকি অব্যাহত রেখেছে। মানিকগঞ্জে ভুয়া লেঃ কর্নেল আটক নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ৩ এপ্রিল ॥ র‌্যাবের লেঃ কর্নেল পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মহম্মদ হোসেন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে মানিকগঞ্জ সদর থানা পুলিশ উথলীর একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়্যারলেস সেট, পুলিশ লেখা টর্চ, সেনাবাহিনীর ব্যাগ ও ১৬টি মোবাইল ফোন সেটসহ ২২টি বিভিন্ন কোম্পানির সিম। মানিকগঞ্জের পুলিশ মাহফুজুর রহমান জানান, সদর উপজেলার শাহানাজ পারভীন নামের এক নারীর অভিযোগের ভিত্তিতে মহম্মদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ইএসডিওর প্রতিষ্ঠাবার্ষিকী নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩ এপ্রিল ॥ রবিবার ঠাকুরগাঁওয়ের উন্নয়ন সংস্থা ইএসডিওর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে ঠাকুরগাঁও শহরের ইএডিও প্রধান কার্যালয় চত্বরে জাতীয় ও সংস্থার পতাকা উত্তোলন, আলোর প্রদীপ প্রজ্বালন, শান্তির পায়রা ও ফেস্টুনসহ বেলুন উড্ডয়ন, কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। পরে সংস্থার চেয়ারম্যান অধ্যাপক সফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ইএসডির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফারহাত আহম্মেদ, সিভিল সার্জন নজরুল ইসলাম। রূপগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩ এপ্রিল ॥ অবৈধভাবে বিদ্যুত সংযোগ দিতে রাজি না হওয়ায় প্রতিপক্ষের লোকজন খুশী আক্তার নামে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট হয়েছে। প্রতিবাদ করায় প্রবাসী খুশী আক্তারের স্বামী ও বাড়ির গৃহকর্তা শহিদুল্লাহ ভুইয়াকে কুপিয়ে গুরুতর জখম করেছে। শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পর্শি বাজার এলাকায় ঘটে এ ঘটনা। জানা গেছে, পর্শি এলাকার শহিদুল্লাহ ভুইয়ার স্ত্রী খুশী বেগম জর্ডানে প্রবাসী। খৎনা ক্যাম্প নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, ৩ এপ্রিল ॥ রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় মুক্তিযোদ্ধা হাজী বজল আহম্মদ সওদাগরের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি চিকিৎসা ও খৎনা ক্যাম্প রবিবার অনুষ্ঠিত হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুন নাহার, ডাঃ আবদুল জলিল, ডাঃ এমএ মোরশেদ, ডাঃ আবুল ফজল, ডাঃ আসিফুল আমিন, ডাঃ দেবাশীষ রায়, ডাঃ রতন কুমার দেব, ডাঃ মেজবাহ উদ্দিন কামাল, ডাঃ তনুশ্রী সেন।
×