ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তাড়াশে বিদ্যুত চুরির হিড়িক

প্রকাশিত: ০৩:৫৯, ৪ এপ্রিল ২০১৬

তাড়াশে বিদ্যুত চুরির হিড়িক

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ তাড়াশে পল্লী বিদ্যুত সমিতির অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে বিদ্যুত চুরি হচ্ছে। উপজেলার আট ইউনিয়নে সহস্রাধিক অবৈধ বিদ্যুত সংযোগ নিয়ে প্রভাবশালীরা জমিতে সেচকাজ করছে। অনেকে আবার বাড়ির পাশে জমি হওয়ায় আবাসিক সংযোগ থেকে তার টেনে সেচযন্ত্রে সংযোগ নিয়ে তা ব্যবহার করছে। সরেজমিন উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল, পালাসী, ও মনোহারপুর গ্রামে দেখা যায়, গ্রামের প্রভাশালী বেল্লাল হোসেন, আসাদ হোসেন, মতিন হোসেন, খবির মেম্বার, হায়দার আলী, মহরম সরকার ও আব্দুল আহাদসহ ২০ জন চোরাই সংযোগ নিয়ে সেচযন্ত্রে বিদ্যুত ব্যবহার করে জমিতে পানি সরবরাহ করছেন। শুধু তাই নয়, বিদ্যুত চুরির সঙ্গে জড়িত কয়েকজন জানান, এর সঙ্গে পল্লী বিদ্যুত অফিসের সাবেক এজিএম, কমার্শিয়াল, জুনিয়র প্রকৌশলী, লাইনম্যান, বিলিং শাখার লোকজনও জড়িত রয়েছে। মাসিক মাসোয়ারা চুক্তিতে সরকারী বিদ্যুত চোরের দল এভাবে বছরের পর বছর বিদ্যুত চুরি করে অবৈধভাবে সেচকাজসহ বাসাবাড়িতেও বিদ্যুত ব্যবহার করছে।
×