ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যশোরে পুলিশের বিরুদ্ধে যুবককে ধরে নিয়ে গুলি করার অভিযোগ

প্রকাশিত: ০৩:৫৯, ৪ এপ্রিল ২০১৬

যশোরে পুলিশের বিরুদ্ধে যুবককে  ধরে নিয়ে  গুলি করার  অভিযোগ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঝিকরগাছা উপজেলায় ইসরাফিল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে পুলিশ ‘ধরে নিয়ে’ গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার বাঁকড়ার দিগদানা শহিদুল ইসলামের দোকানের সামনে এ ঘটনা ঘটে। তার কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান। তবে পুলিশ বলছে, ইসরাফিল পুলিশ দেখে গুলি করলে পাল্টা গুলি করা হয়। এতে একটি গুলি তার হাঁটুতে লাগে। গুলিবিদ্ধ ইসরাফিল হোসেন মনিরামপুর উপজেলার চাকলা গ্রামের বাসিন্দা। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরাফিল হোসেন জানিয়েছেন, তিনি একজন নির্মাণ শ্রমিক। ১৯৯৯ সালের দিকে তার নামে ষড়যন্ত্রমূলক মামলা ছিল। বর্তমানে তিনি বাঁকড়া এলাকার দিগদানা গ্রামে বসবাস করছেন। শনিবার সন্ধ্যার পর তিনি ঝিকরগাছার দিগদানা গ্রামে শহিদুল ইসলামের দোকানে বসে ছিলেন। এ সময় পুলিশ তাকে ধরে পায়ে গুলি করে। রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আইনুদ্দিন বলেন, সে ৪-৫ জন নিয়ে নোয়ালী নদীর পাড়ে বসে ছিল। পুলিশকে দেখে গুলি করে। তখন আমি নিজে গুলি ছুড়ি। এতে তার হাঁটুর উপরে গুলি লাগে। ইসরাফিলের নামে হত্যা অস্ত্র, ডাকাতিসহ মোট ১৩টি মামলা রয়েছে বলেও তিনি জানান।
×