ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোবাইলে কল ডাইভার্ট করে প্রতারণা

প্রকাশিত: ০৩:৫৮, ৪ এপ্রিল ২০১৬

মোবাইলে কল ডাইভার্ট  করে প্রতারণা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ অভিনব প্রতারণার কৌশলে মোবাইল ফোনের কল ডাইভার্ট করে পুলিশের কর্মকর্তাসহ ভুয়া পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেয়ায় প্রতারক চক্রের ৪ সদস্য আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের কাছ থেকে নগদ ১৬ হাজার ৮শ’ টাকা, বিকাশের বই ও ৮টি মোবাইল সেট উদ্ধার করা হয়। শনিবার রাতে পিবিআইর স্পেশাল ইনভেস্টিগেশন এ্যান্ড অপারেশন ইউনিটের টিম ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রতারক চক্রের সদস্যদের আটক করে। এরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার জাকির হোসেন (২১), মোঃ মুসা মিয়া (২২), মোঃ ইলিয়াস (৩১) ও বিকাশ এজেন্ট রবিউজ্জামান (৩৩)। পিবিআই জানায়, ওই প্রতারক চক্র নিজেদের কখন ওসি আবার কখনও পুলিশ সুপারের পরিচয় দিয়ে টার্গেট ব্যক্তির পরিবারের সদস্যদের মোবাইলে কথা বলত। নিজদের ভুয়া পরিচয় দিয়ে টার্গেট ব্যক্তির পরিবারের সদস্যদের জানায়, পরিবারের কোন সদস্য দুর্ঘটনা বা অন্য কোন কারণে অসুস্থ্য হয়ে হাসপাতালে গুরুতর অবস্থায় রয়েছে। চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে টাকা পাঠান প্রয়োজন। এ জন্য প্রতারকরা বিকাশ এজেন্টকে ব্যবহার করে আসছিল। গত ২৬ মার্চ জাহাঙ্গীর হোসেন নামে বগুড়ার এক আইনজীবীর মোবাইল ফোনে ওসি হিসেবে নিজের পরিচয় দিয়ে প্রতারকচক্রের এক সদস্য জানায়, আইনজীবীর ছেলে কক্সবাজার হাসপাতালে রয়েছে। ছেলের চিকিৎসার জন্য আইনজীবীর নিকট থেকে ২০ হাজার ৪শ’ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়া হয়। ওই আইনজীবীর ছেলে পুলিশ অফিসার বলে পুলিশ সূত্র জানায়। প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারায় আইনজীবী বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। পিবিআই হেডকোয়ার্টারের টিম মামলাটি তদন্ত শুরু করলে প্রতারণার কৌশলটি বেরিয়ে আসে। সূত্র জানায়, প্রতারক চক্র টার্গেট ব্যক্তির মোবাইলে কল করে অপারেটর প্রতিষ্ঠানের পরিচয় দেয় এবং নতুন প্যাকেজ সুবিধা বা ফোন নম্বর আপডেট করার কথা বলে মোবাইল কি প্যানেলের কিছু সংখ্যা চাপতে বলে। এতে ফোন নম্বরটি কল ডাইভার্ট হয়ে প্রতারক চক্রের নম্বরে চলে যায়। আর এর ফলে পরিবার থেকে ফোন করা হলে তা চলে যায় প্রতারকের কাছে। প্রতারক চক্র পরিবারের সদস্যদের কাছে ফাঁদ পেতে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। পুলিশ সূত্র জানায়, কল ডাইভার্ট হয়ে প্রতারক চক্রের কাছে চলে যাওয়ার পর ভুক্তভোগীরা আর বুঝতে পারেন না সেটি প্রতারক চক্রের কেউ। কারণ যার কাছে পরিবারের পক্ষ থেকে ফোন করা হচ্ছে সে ওই ব্যক্তির নাম উল্লেখ করে নিজদের পুলিশের পরিচয় দিয়ে বলে আপনার লোক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছে। চিকিৎসার জন্য এখনই টাকা পাঠান।
×