ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে চার চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত

প্রকাশিত: ০৩:৫৬, ৪ এপ্রিল ২০১৬

লৌহজংয়ে চার চেয়ারম্যান প্রার্থী  নির্বাচিত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে ১০টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এর মধ্যে তিনজন নির্বাচিত হতে যাচ্চেন তাঁদের কোন প্রতিদ্বন্দ্বী না থাকায়। অপর একজনের দুই প্রতিদ্বন্দ্বী থাকলেও যাচাই-বাছাইয়ে একজনের মনোনয়নপত্র বাতিল ও অপরজন প্রত্যাহার করে নেয়ায় এখন বিনা প্রতিদ্বন্দ্বিতার পথ সুগম হয়েছে চার আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর। উপজেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছে। জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের জানান, আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপে লৌহজং উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের চার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এদের মধ্যে কুমারভোগ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান তালুকদার, বৌলতলী ইউনিয়নের হাজী মোঃ মালেক শিকদার ও গাঁওদিয়া ইউনিয়নের হাজী মোঃ মিজানুর রহমান হাওলাদারের প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় নিশ্চিত হয়েছে। অপর প্রার্থী লৌহজংÑতেউটিয়া ইউনিয়নের হাজী মোঃ রফিকুল ইসলাম মোল্লার দু’জন প্রতিদ্বন্দ্বী থাকলেও বিএনপি প্রার্থী হাজী মোঃ তোপাজ্জল হোসেন মনোনয়নপত্রে স্বাক্ষর না করায় বাতিল হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ রাষ্ট্রায়ত্ত জুট মিলস সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের পাঁচ দফা দাবির সমর্থনে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে শিল্পাঞ্চল এলাকার শিক্ষার্থীরা। রবিবার সকালে রাষ্ট্রায়ত্ত জুট মিলস সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের উদ্যোগে নগরীর আটরা শিল্প এলাকার খুলনা-যশোর মহাসড়কে এই বিক্ষোভ মিছিল হয়। ইস্টার্ন ও আলীম জুট মিলের শ্রমিক পরিবারের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ শিল্পাঞ্চালের স্কুলের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। মিছিলকারীরা খাতা দাও, কলম দাও, পেটে ভাত দাও, মিল চালু করে বাঁচার মতো বাঁচতে দাও ইত্যাদি সেøাগান দেয়। স্বামীর দেশে ফেরার সময় সুমি গেলেন না ফেরার দেশে স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ আট বছর পর বিদেশ থেকে স্বামীর দেশে ফেরার সময় হলেও তার আগেই না ফেরার দেশে চলে গেলেন স্ত্রী শামসুন্নাহার সুমি (৩২)। স্বামীকে বিমানবন্দরে রিসিভ করে আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। আট বছর অপেক্ষার পরও স্বামীর সঙ্গে দেখা হলোনা সুমির। রবিবার সকালে যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমি যশোরের মনিরামপুরের মথুরাপুর গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী। নিহতের মামা গাজী মুকিতুল হক ও শ্বশুর ইসহাক আলী জানান, হাফিজুর সিঙ্গাপুর থাকেন। আট বছর পরে ৭ এপ্রিল তিনি দেশে আসছেন। তাকে বিমানবন্দরে রিসিভ করতে শামসুন্নাহার সুমি ও মেয়ে কানিশা আগেভাগে ঢাকার পথে রওনা দেন। ঢাকায় আত্মীয়ের বাসায় থাকতে চেয়েছিলেন। এ জন্য রবিবার সকালে মনিরামপুর থেকে ভাড়ার মোটরসাইকেলে যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা দেন। কিন্তু খাজুরা বাসস্ট্যান্ডের ট্রাফিক মোড় ঘুরতেই মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যান মা ও মেয়ে। মাথায় প্রচ- আঘাত পেয়ে মারা যান মা শামসুন্নাহার সুমি আহত হয় মেয়ে কানিশা। রাজশাহীতে খাদ্যে বিষক্রিয়ায় গৃহবধূর মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে স্বপ্না আখতার (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার সকালে অন্তঃসত্ত্বা স্বপ্না মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের মেডিসিন বিভাগের ইউনিট প্রধান খলিলুর রহমান। অসুস্থরা হলেনÑ স্বপ্নার মা মুঞ্জুয়ারা বেগম (৪৮), তার আরেক মেয়ে রিতা (২২), ছেলে সাজ্জাদ (৩০) ও সাজ্জাদের স্ত্রী নাজমা (২৬)। অসুস্থ রিতার স্বামী দেলওয়ার হোসেন জানান, শনিবার দুপুরের খাবার খাওয়ার পর বিকেলে তারা অসুস্থ হয়ে পড়েন। রাত ১১টার দিকে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ রবিবার দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার মীর্জারপুর এলাকায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিক্সার চালকসহ ২ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। বালু বোঝাই একটি ট্রাক অটোরিক্সাকে চাপা দিয়ে রাস্তার পাশে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলো-অটোরিক্সা চালক আবুল হোসেন (৩০) ও যাত্রী ঠান্ডু মিয়া (২৫)। আহতদের শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোরে বাল্য বিয়ে ॥ বরের কারাদ- নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩ এপ্রিল ॥ সদর উপজেলায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ ও বরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে কামারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কামারদিয়ার গ্রামের আব্দুর রশিদের মেয়ে রানী ভবানী সরকারী মহিলা কলেজের ছাত্রী মাহমুদা আক্তারের (১৭) সঙ্গে একই উপজেলার লেঙ্গুরিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে সিরাজুল ইসলামের (২৮) বিয়ের খবরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা নায়িরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়। বর সিরাজুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- ও ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে না দেয়ার শর্তে কনের বাবা আব্দুর রশিদের কাছ থেকে এক হাজার টাকা মুচলেকা আদায় করা হয়। নীলফামারীতে সাইকেল আরোহী স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়েছে বাইসাইকেল আরোহী আব্দুল কাদের (৩২)। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি কৃষি ফার্ম সড়কের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাদের ওই এলাকার ইব্রাহিম ইসলামের ছেলে। কালীগঞ্জে শিশু নিজস্ব সংবাদদাতা গাজীপুর থেকে জানান, কালীগঞ্জে রবিবার যাত্রীবাহী বাসের চাপায় এক শিশু সিহত হয়েছে। তার নাম মিনহাজ উদ্দিন (৭)। সে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি ক্লাসের ছাত্র। নরসিংদী থেকে পূবাইল পরিবহন লিমিটেডের (পিপিএল) যাত্রীবাহী একটি বাস ঢাকা যাচ্ছিল। পথে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কে তুমলিয়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু মিনহাজকে চাপা দেয়। বজ্রপাতে যুবক ও ছাত্রসহ নিহত ৩ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৩ এপ্রিল ॥ সদর উপজেলার বিঞ্চুপুর গ্রামে শনিবার রাতে বজ্রপাতে শরিফুল ইসলাম (৩০) নিহত হয়েছে। সে রাজা মোল্লার ছেলে। নিহত শরিফল ইসলাম রাত ৯টার দিকে মাঠ দিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে নিহত হয়। নিজস্ব সংবাদদাতা, নাটোর থেকে জানান, লালপুরে বজ্রপাতে সোহাগ (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় অপর দুইজন আহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার গৌরীপুর স্কুল মাঠে এ ঘটনা ঘটে। স্টাফ রিপোর্টার, ঈশ^রদী থেকে জানান, রবিবার বিকেলে ঈশ^রদী ইউনিয়নের গৌরীপুর স্কুল এ্যান্ড কলেজ মাঠে বজ্রপাতে জাতীয় পর্যায়ের কৃতী ফুটবলার এসএসসি ফল প্রত্যাশী সোহান ওরফে ক্যামেরুন (১৫) ঘটনাস্থলে নিহত এবং খেলার সাথী তিন কিশোর আহত হয়েছে । লক্ষ্মীপুরে অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৩ এপ্রিল ॥ চন্দ্রগঞ্জ থানার আলাদাদপুর থেকে রবিবার সকালে অস্ত্র ও গুলিসহ চার অস্ত্রধারীকে আটক করেছে র‌্যাব। লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক নরেশ চাকমা এ দিন বিকেলে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পে প্রেস বিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। আটককৃতরা হলোÑ মনির হোসেন, সাইফুল ইসলাম, ফাহাদ বিন আব্দুল আজিজ ও জাহিদ হাসান জনি। সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩ মার্চ ॥ সালথা উপজেলায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ব্যক্তি শনিবার গভীর রাতে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছে। তার নাম হারুন মীর (৭২)। ২৫ মার্চ পূর্বশক্রতার জের ধরে সালথা উপজেলার মুরটিয়া পুরাগুদি গ্রামে আফছার মীর গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ হারুন মীরের বাড়িতে হামলা করে। এ সময় হামলাকারীরা হারুন মীর ও তার তিন ছেলেকে আহত করে। ইয়াবাসহ আটক ১ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩ এপ্রিল ॥ শনিবার রাতে পোরশা উপজেলার সরাইগাছী বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবা, দুটি বিদেশী মুদ্রা ও একটি মেবাইল সেটসহ মোঃ সাজ্জাদ হেসেন (২২) নামে এক ইয়াবা বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। আটক সাজ্জাদ নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর গ্রামের মোঃ আব্দুস সামাদের পুত্র। মিড ডে মিল উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৩ এপ্রিল ॥ লক্ষ্মীপুর সদর উপজেলার রাধাপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার দুুপুরে অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সম্পূর্ণ বেসরকারী উদ্যোগে রাধাপুর উচ্চ বিদ্যালয়, দুটি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অপর একটি কিন্ডার গার্টেন স্কুলসহ চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে মিড ডে মিলের উদ্বোধন করা হয়েছে। শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা হয়েছে। রবিবার বিকেলে গজারিয়ার বড় বসুরচর পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফজিলাতুন্নেছা ইন্দিরা। আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন এতে সভাপতিত্ব করেন।
×