ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বালুমহাল ইজারা নিয়ে চকরিয়ায় আতঙ্ক

প্রকাশিত: ০৩:৫৪, ৪ এপ্রিল ২০১৬

বালুমহাল ইজারা নিয়ে চকরিয়ায় আতঙ্ক

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ উচ্চ আদালতের স্থগিত আদেশ অমান্য করে কক্সবাজারের চকরিয়া ফুলছড়ি বালু খাল ইজারা দেয়ার পাঁয়তারা হচ্ছে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শাখার কতিপয় কর্মচারীর সঙ্গে আঁতাত করে এ পাঁয়তারা করছে অসাধু সিন্ডিকেট। এতে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ রিবাজ করছে। ওই খালের বালু মহাল ইজারা বন্ধ রাখার দাবি জানিয়ে রবিবার জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন দিয়েছে এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা জানায়, চকরিয়া খুটাখালী ফুলছড়ি ও কক্সবাজার সদর জৈন্নাকাটার মধ্যবর্তী ফুলছড়ি খালের বালু মহালটির অবস্থান। খালের দু’পাড়ের বসতবাড়ি, মসজিদ, মাদ্রাসা, হাফেজখানা, এতিমখানা ও সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। খালের দু’পাড়ের রাস্তা দিয়ে জুমনগর, জৈন্নাকাটা গ্রাম ও সামাজিক বনায়ন এলাকার সহস্রাধিক মানুষ নতুন অফিস বাজারে এবং শিক্ষার্থীরা চলাচল করে আসছে। ইতোপূর্বে ওই খাল ইজারা নিয়ে গুটিকয়েক ব্যবসায়ী লাভবান হলেও স্থানীয় জনগণের জানমালের ক্ষতি হয়েছে বেশি। ইজারার বালি উত্তোলনের ফলে পাড় ভেঙ্গে যাওয়ায় দুটি গাইডওয়াল ও পূর্বের ব্রিজটি ভেঙ্গে পড়ে। বর্তমানে দুটি গাইডওয়ালের মধ্যে একটি সম্পূর্ণ ভেঙ্গে বিলীন হয়ে গেছে এবং অপর গাইডওয়ালে ফাটল ধরেছে। চলতি বছরও ওই খালের বালু মহাল ইজারা দেয়া হচ্ছে জেনে ঘুম হারাম হয়ে গেছে স্থানীয় বাসিন্দাদের। দুই উপজেলার খুটাখালী, ফুলছড়ি মৌজার জৈন্নাকাটা গ্রাম ও ইসলামপুর এলাকার বাসিন্দারা এখন চরম আতঙ্কের মধ্যে পড়েছে। গত ১৬ এপ্রিল ওই বালুমহাল ইজারা প্রদানে দরপত্র আহবান করে জেলা প্রশাসন।
×