ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়া ও জয়পুরহাটে দুই খুন ॥ অন্যত্র ২ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৩:৫৪, ৪ এপ্রিল ২০১৬

বগুড়া ও জয়পুরহাটে দুই খুন ॥ অন্যত্র ২ লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ এবং বাধা দেয়ায় বগুড়ায় খুন হয়েছে এক যুবক। তুচ্ছ কারণে জয়পুরহাটে খুন হয়েছে স্কুলছাত্র। এছাড়া কুড়িগ্রাম ও সিদ্ধিরগঞ্জে উদ্ধার হয়েছে দুই লাশ। সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। ধানম-ির দৃক গ্যালারির কর্মকর্তা ইরফানুল ইসলামের লাশ শনাক্ত করেন তাঁর বড় ভাই নওশাদুল ইসলাম। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : বগুড়া ॥ শাহাজানপুর উপজেলার গ-গ্রামে শনিবার রাতে ছুরিকাঘাতে সনাতন মোদক (২৬) খুন হয়েছে। পুলিশ জড়িত থাকার অভিযোগে রাজিব ও রনি নামে দুই যুবককে আটক করেছে। নিহত সনাতন এলাকার সুরথ মোদকের ছেলে। হত্যাকা-ের প্রতিবাদ গ-গ্রাম এলাকার হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে হত্যাকারীদের শান্তির দাবি জানিয়ে দুপুরে লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে গ-গ্রাম এলাকায় হিন্দু সম্প্রদায়ের হরিবাস প্রাঙ্গণে কীর্তন চলছিল। রাত সাড়ে ১১টার দিকে কয়েক যুবক মেয়েদের বসার জায়গায় বসতে চায়। তারা মেয়েদের উত্ত্যক্ত করছিল। এ সময় সনাতন তাদের বাধা দেয়। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করে। জয়পুরহাট ॥ জেলা প্রশাসকের ডাক বাংলো সড়কে শনিবার এক স্কুলছাত্র ছুরিকাহত হয়ে রাতে মারা যায়। পুলিশ জানায়, গণপূর্ত বিভাগের নাইট গার্ড বেলাল মির্জার ছেলে রবিউল ইসলাম (১৮) সজনা বিক্রি করে গণপূর্ত বিভাগের কোয়ার্টারে যাওয়ায় সময় সার্কিট হাউজের পাশে ডাক বাংলো সড়কে সেরাকুল ইসলমা সেজা (১৭) রবিউল ইসলামকে বন্ধু বলে ডাকে। কিছু পর রবিউল ইসলাম বাড়ি থেকে ঘুরে এসে তাকে বন্ধু বলায় ক্ষুব্ধ হয় এবং তার সঙ্গে বাগ্বিত-ায় জড়িয়ে পড়ে। সেরাকুল ইসলাম সেজা রবিউল ইসলামকে ছুরিকাঘাত করে। কুড়িগ্রাম ॥ গণজাগরণ মঞ্চের প্রধান ইমরান এইচ সরকারের চাচাত ভাই দাতাউর রহমানের (২৬) ঝুলন্ত লাশ রবিবার দুপুরে রৌমারী থানা পুলিশ উদ্ধার করেছে। ব্যাপারীপাড়ার জিঞ্জিরাম নদীর ওপর বাঁশঝাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়। জানা যায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে দুপুর সোয়া ২টায় লাশ উদ্ধার করে থানায় আনা হয়। ঝুলন্ত লাশ থেকে ২০০ গজ দূরে ২ ধরনের দুটি স্যান্ডেল, কয়েকটি পরিত্যক্ত ব্লেড ও সিগারেটের প্যাকেট, সিগারেটের মুড়ো পাওয়া যায়। সেখানে মাটিতে ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে। পড়ে আছে পোড়া মবিলের জেরিকেন। শরীরে পোড়া মবিল লাগিয়ে গলায় গামছা পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়। এতে বোঝা যাচ্ছে এক স্থানে হত্যার পর অন্য স্থানে লাশ ঝুলিয়ে রাখে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার জন্য। ঘটনাটি রহস্যে আবৃত। নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জের গোদনাইলের পানিরকল এলাকায় কামরুন নাহার রানী (৩৫) নামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ রবিবার দুপুরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। গৃহবধূ রানীর পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে রানীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী জামাল হোসেন উজ্জ্বলকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা ১১টায়। অপরদিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি থেকে উদ্ধার অজ্ঞাত লাশটির অবশেষে পরিচয় মিলেছে। লাশটি ঢাকার ধানম-ির দৃক গ্যালারির কর্মকর্তা ইরফানুল ইসলামের (৪২)। রবিবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে এসে লাশটি শনাক্ত করেন তার বড়ভাই নওশাদুল ইসলাম ও প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক রেজাউর রহমান।
×