ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভূগোল ও পরিবেশ

প্রকাশিত: ০৩:৩১, ৪ এপ্রিল ২০১৬

ভূগোল ও পরিবেশ

(পূর্ব প্রকাশের পর) ৪১.আকাশের কোনদিকে ছায়াপথ দেখা যায়? ক) পূর্ব-পশ্চিমে খ) উত্তর-দক্ষিণে গ) দক্ষিণ-পশ্চিমে ঘ) উত্তর-পশ্চিমে ৪২.আমাদের দেশের কোন এলাকায় খরার প্রভাবে কৃষিজ ফসলের উৎপাদন কমে যায়? ক) উত্তর-পূর্ব এলাকায় খ) দক্ষিণ-পশ্চিম এলাকায় গ) মধ্য এলাকায় ঘ) পূর্ব এলাকায় ৪৩.ম্যারিয়ানা খাত কোন দ্বীপে অবস্থিত? ক) আলাস্কা দ্বীপে খ) গুয়াম দ্বীপে গ) পোটোরিকো দ্বীপে ঘ) শুন্ডা দ্বীপে ৪৪.৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে কী বলে? ক) আদ্রতা খ) জলবায়ু গ) বায়ুপ্রবাহ ঘ) বৃষ্টিপাত ৪৫.জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয়- র. জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি রর. সামাজিক ও অর্থনৈতিক জীবনে প্রভাব ররর. রাজনৈতিক কর্মকান্ড নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৬.আজাদ সখীপুর থানার অধিবাসী। তারা এবার বর্ষায় রীতিমতো আতঙ্কিত। তারা ভিটামাটি হারা হওয়ার আশঙ্কা করছে। আজাদ এক্ষেত্রে কোন প্রাকৃতিক দুর্যোগের ভয়ে শঙ্কিত? ক) বন্যা খ) ঘূর্ণিঝড় গ) নদীভাঙন ঘ) কালবৈশাখী ৪৭.যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কোন প্রতিষ্ঠান ১৯৬৫ ভূগোলের একটি সংজ্ঞা প্রদান করে? ক) বিজ্ঞান একাডেমি খ) ভূগোল একাডেমি গ) ভূগোল ও পরিবেশ একাডেমি ঘ) ভূগোল বিদ্যা একাডেমি ৪৮.আশ্রয়কেন্দ্র কোন উচ্চতায় নির্মাণ করা হয়? ক) বন্যাপ্রবণ অঞ্চলে খ) সর্বোচ্চ বন্যা লেভেলের উপরে গ) সারা দেশের সমভূমি অঞ্চলে ঘ) শুধু দ্বীপসমূহে নিচের অনুচ্ছেদটি পড় এবং দুইটি প্রশ্নের উত্তর দাও: হারূণ মিয়া নাটোরে বাস করে। তার জমিতে ইক্ষু চাষ ভালো হয় বলে তিনি সব সময় ইক্ষু চাষ করেন। ৪৯.বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কোনটির প্রভাব অপরিসীম? ক) নদী অববাহিকা খ) সমতল ভূমি গ) মালভূমি ঘ) বরেন্দ্রভূমি ৫০.বর্তমানে সিলেটের কোথায় হাতি দেখতে পাওয়া যায়? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ৪১. (খ) ৪২. (ক) ৪৩. (খ) ৪৪. (খ) ৪৫. (ক) ৪৬. (গ) ৪৭. (ক) ৪৮. (খ) ৪৯. (গ) ৫০. (গ)
×