ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যান চলাচল এক ঘণ্টা বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় বাসে ব্যাটারি বিস্ফোরণ, আহত ৫

প্রকাশিত: ০৯:০৬, ৩ এপ্রিল ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় বাসে ব্যাটারি বিস্ফোরণ, আহত ৫

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ শনিবার রাত সোয়া ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে যাত্রীবাহী একটি বাসে ব্যাটারি বিস্ফোরণে বাসটিতে আগুন ধরে যায়। এতে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। অগ্নিকা-ের সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে বাসের ৫ জন যাত্রী আহত হয়। তবে কেউ অগ্নিদগ্ধ হয়নি। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রাশেদ পরিবহনের বাসটি সরাইল কুট্টাপাড়া মোড়ে আসার পরপরই বিকট শব্দ হয়। এর পরপরই বাসটিতে আগুন ধরে যায়। এ সময় বাসটিতে ৪০/৪৫ জন যাত্রী ছিল। এ ঘটনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত বাস থেকে নামতে গিয়ে ৫ জন আহত হয়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ খেকে দুটি দমকল বাহিনীর ইউনিট ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
×