ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বার্ন ইনস্টিটিউট নির্মাণ কাজ উদ্বোধন ৬ এপ্রিল

প্রকাশিত: ০৯:০৫, ৩ এপ্রিল ২০১৬

বার্ন ইনস্টিটিউট নির্মাণ কাজ উদ্বোধন ৬ এপ্রিল

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে দেশের প্রথম জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নির্মাণ কাজ উদ্বোধন হতে যাচ্ছে। আগামী ৬ এপ্রিল এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর চাঁনখারপুলে প্রস্তাবিত এই বার্ন ইনস্টিটিউটের নাম ‘শেখ হাসিনা বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’ হবে। শনিবার ওই স্থান পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এ কথা জানান। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নূরুল হক, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক অধ্যাপক ডাঃ সামন্ত লাল সেন, বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ ইসমাইল খান, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায় প্রমুখ।
×