ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতের কোচ হতে আগ্রহী শেন ওয়ার্ন

প্রকাশিত: ০৬:২৯, ৩ এপ্রিল ২০১৬

ভারতের কোচ হতে আগ্রহী শেন ওয়ার্ন

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেছে ভারত। তারকাসমৃদ্ধ দল নিয়েও ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় চাপে ম্যানেজমেন্ট। প্রধান কোচ ও টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর সঙ্গে এই বিশ্বকাপ পর্যন্তই চুক্তি ছিল। শীঘ্রই চুক্তি নবায়ন হবে এবং শাস্ত্রীকে যে কোন একটি পদ ছাড়তে হবে। ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই) সচিব অনুরাগ ঠাকুরের বরাত দিয়ে এমন খবর প্রকাশিত হয়েছে। তবে বিসিসিআইর হাই-প্রোফাইল কমিটি (এ্যাডভাইজর-সিইসি) চাইলে এই চুক্তির মেয়াদ বাড়াতেও পারেন। ওই কমিটিতে আছেন সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকর ও ভিভিএস লক্ষণের মতো সাবেক তারকা ক্রিকেটার। চুক্তি নবায়ন হলে শাস্ত্রীকে ফুলটাইম প্রধান কোচের দায়িত্ব পালন করতে হবে, সেক্ষেত্রে ছাড়তে হবে ডিরেক্টরের পদ। ঠাকুর বলেন, ‘রবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ এবং আমরা ফুলটাইম কোচ চাইছি। ডিরেক্টর ও কোচÑ দুটি নয়, একটি পদই থাকবে। হয়তো রবির সঙ্গে নতুন চুক্তি হতে পারে। তবে হাই-প্রোফাইল কমিটি এই সিদ্ধান্ত নেবে।’ ভারতীয় অনেক ক্রিকেটারের কাছে শাস্ত্রী বেশ জনপ্রিয়। বিশেষ করে ওয়ানডে-টি২০ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, টেস্ট ক্যাপ্টেন বিরাট কোহলি ও তারকা স্পিনার রচিচন্দ্রন অশ্বিনের পছন্দ তিনি। তাকে কেবল কোচ হিসেবে পুনর্নিয়োগের ব্যাপারে ঠাকুরের ভাষ্য, ‘এটা পুরোপুরি সিএসির ওপর নির্ভর করছে। তবে কোচ হবে অবশ্যই পূর্ণকালীন, যে কেবল কোচিংই করাবে। নতুন কোচ খোঁজার জন্য বোর্ডের পক্ষ থেকে এরই মধ্যে সৌরভ-শচীনদের অনুরোধ জানানো হয়েছে।’ আজ টি২০ বিশ্বকাপের ফাইনাল শেষে দু’চার দিনের মধ্যেই বিসিসিআইর সঙ্গে বসবেন সৌরভ-শচীন-লক্ষণরা। ওদিকে ভারতের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন সাবেক অস্ট্রেলীয় তারকা শেন ওয়ার্ন! কিংবদন্তি লেগস্পিনার বলেন, ‘আমি ভারতের বর্তমান দলটির সঙ্গে কাজ করতে আগ্রহী। জাতীয় ব্যাডমিন্টনে শাপলার ত্রি-মুকুট স্পোর্টস রিপোর্টার ॥ গাজী গ্রুপ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শনিবার শেষ হয়েছে। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন হন পুরুষ এককে : বাংলাদেশ রেলওয়ের আইমান বিন জামান, পুরুষ দ্বৈতে জামাল আহমেদ দুলাল ও রাহাত কবির খালেদ জুটি, মহিলা এককে শাপলা আক্তার, মহিলা দ্বৈতে শাপলা আক্তার ও এলিনা সুলতানা জুটি এবং মিশ্র দ্বৈতে আবদুল হান্নান ও শাপলা আক্তার। চট্টগ্রাম জেলা ভলিবল দল চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ চলছে আন্তঃজেলা (পুরুষ) ভলিবল প্রতিযোগিতার আঞ্চলিক বাছাই পর্ব। আঞ্চলিক বাছাই পর্বে ৫২ জেলা অংশ নিয়েছে। অংশগ্রহণকারী জেলাসমূহকে ৭টি অঞ্চলে বিভক্ত করে আঞ্চলিক পর্বের খেলা ৭টি বিভাগীয় জেলা শহরে অনুষ্ঠিত হচ্ছে। ‘চ’ অঞ্চল চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক বাছাই পর্ব স্বাগতিক চট্টগ্রাম জেলায় অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রাম জেলা ৩-১ সেটে কক্সবাজার জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এবং ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তঃজেলা (পুরুষ) ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দুটি দলই অংশগ্রহণের সুযোগ পায়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন প্রাইম ডিস্ট্রিবিউশনের চেয়ারম্যান কোষাধ্যক্ষ রাশেদুল আলম মামুন।
×