ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইসলামী যুবসেনার কনভেনশন

ধর্মের অপব্যাখ্যা দিয়ে ‘বিশেষ মহল’ যুব সমাজকে বিভ্রান্ত করছে

প্রকাশিত: ০৬:১১, ৩ এপ্রিল ২০১৬

ধর্মের অপব্যাখ্যা দিয়ে ‘বিশেষ মহল’ যুব সমাজকে বিভ্রান্ত করছে

স্টাফ রিপোর্টার ॥ ইসলাম শান্তি ও সাম্যের ধর্ম। জঙ্গীবাদের মতো ঘৃণ্য কর্মকা-ের কোন সুযোগ ইসলামে নেই। একটি ‘বিশেষ মহল’ ইসলামের অপব্যাখ্যা করে যুব সমাজকে বিভ্রান্ত করছে। জঙ্গীবাদের সঙ্গে সম্পৃক্ত করে ইসলামকে কলঙ্কিত করছে। তাদের বিষয়ে সকলস্তরের মানুষকে সচেতন থাকতে হবে। বাংলাদেশ অলি-আউলিয়াদের দেশ। সুফী সাধকদের মাধ্যমেই এদেশে ইসলাম এসেছে। কাজেই সুফী সাধকদের প্রদর্শিত পথে যুব সমাজকে পরিচালিত করতে পারলে সমাজ ও রাষ্ট্রে স্থায়ী শান্তি ও শৃঙ্খলা ফিরবে। শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী যুবসেনা আয়োজিত যুব কনভেনশনে বক্তারা এ কথা বলেন। ইসলামী যুবসেনার সভাপতি অধ্যাপক এম এ মোমেনের সভাপতিত্বে যুব কনভেনশনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান। প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিন। সিপিবি বাসদের রেল রক্ষা অভিযাত্রা শুরু স্টাফ রিপোর্টার ॥ দাতাগোষ্ঠীর প্রেসক্রিপশনে রেল খাতকে ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। শনিবার সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) উদ্যোগে ঢাকা থেকে নারায়ণগঞ্জ ‘রেল রক্ষা অভিযাত্রা’র সূচনা-সমাবেশে সেলিম একথা বলেন। তিনি বলেন, সাশ্রয়ী, পরিবেশবান্ধব, নিরাপদ বলে পণ্য পরিবহন ও যাতায়াতের জন্য রেলের বিকল্প কেবল রেল। সাধারণ মানুষ এখনও রেলের ওপর নির্ভর করেন। কিন্তু সরকার রেলের উন্নয়ন ও আধুনিকায়ন না করে পরিকল্পিতভাবে রেলকে ধ্বংস করছে। রেলের ক্ষেত্রে গণবিরোধী ও ভুল নীতি অনুসরণ করা হচ্ছে। বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবিসহ দাতাগোষ্ঠীর প্রেসকিপশন অনুসরণ করে রেলকে ধ্বংস করা হচ্ছে। কমলাপুর রেলস্টেশনে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কাফি রতন, টিইউসি’র নেতা আসলাম খান। নতুন যুগের সাইকেল সময়টা নতুনত্বের। সবখানেই নতুনত্বের ছোঁয়া। বাইসাইকেলই বা বাদ যাবে কেন? তাই দুই চাকার সাইকেলের পেছনে আরও একটি চাকা জুড়ে দিয়ে অতিরিক্ত আরেকজনের বসার ব্যবস্থা করা হয়েছে। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। শখের বশে কার্জন হলের সামনে পান-সিগারেট বিক্রি করেন। খুব বেশি ব্যস্ততা থাকে না শাহ আলমের মা’র। তাই বিকিকিনির ফাঁকে ফাঁকে করেন সুই-সুতার কাজ। জামার বোতাম লাগানো, ছেঁড়া কাপড় সেলাইয়ের এই কাজটি তিনি করেন বিনে পয়সায়, শখের বশে। নতুন কাপড় কেনার সামর্থ্যহীন মানুষ উপকৃত হচ্ছেন- এটা ভেবেই আনন্দ পান গোপালগঞ্জের এই বৃদ্ধা। ছবি : শেখ মামুন
×