ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সৌদি প্রিন্সের বিলাসিতা

প্রকাশিত: ০৬:০৭, ৩ এপ্রিল ২০১৬

সৌদি প্রিন্সের বিলাসিতা

সৌদি প্রিন্স বলে কথা। এবার ব্রিটিশ রানির রাজত্বে সৌদি আরবের এক প্রিন্সের গাড়ি দেখে চমকে গেছে সবাই। খবর হলো চার চারটি স্বর্ণের গাড়িতে চড়ে বন্ধুদের নিয়ে লন্ডনের রাজপথ দাপিয়ে বেড়ালেন এই রাজকুমার। শুধু কি তাই? সঙ্গে রয়েছে একটি জীবন্ত চিতা বাঘ। এই চিতা বাঘটি নাকি তার প্রিয় বন্ধু। এই যুবরাজের নাম প্রিন্স তুর্কি বিন আবদুল্লাহ। খবরে বলা হয়েছে, দিন রাতের মায়াবী লন্ডন ব্রিটিশ বৈভবের গর্বের কেন্দ্র। আর সেই শহরের রাজপথ ও শপিংমলের সামনে প্রায়ই স্বর্ণ মোড়ানো গাড়িতে ঘুরলেন এই যুবরাজ। উৎসুক জনতার প্রশ্ন, এই গাড়ির কনভয় কাদের? যে পারছেন ছবি তুলছেন। সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন। পরে জানতে পেরেছেন এটা সৌদি রাজকুমারের। এভাবে বৈভবে লন্ডনকে চমকে দিয়েছেন এই যুবরাজ। খবরে আরও বলা হয়েছে, সম্প্রতি ছুটি কাটাতে লন্ডন যান বর্তমানে রিয়াদের গবর্নর প্রিন্স তুর্কি বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ। তার বাবার নাম বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ। পুরো সৌদি আরবের শাসক ছিলেন তিনি। আর ৪৪ বছরের এই প্রিন্সের শৌখিন গাড়ির প্রতি রয়েছে আলাদা টান। এই টান থেকেই গাড়িগুলো সংগ্রহ করেন তিনি -মিরর অনলাইন অবলম্বনে।
×