ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিতাস গ্যাস ফিল্ডের ২৬ নং কূপের খনন শুরু

প্রকাশিত: ০৬:০৭, ৩ এপ্রিল ২০১৬

তিতাস গ্যাস ফিল্ডের ২৬ নং কূপের খনন শুরু

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ শনিবার বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কো¤পানী লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাস ফিল্ডের ২৬ নং কূপের খনন কাজ শুরু হয়েছে। সকালে সদর উপজেলার নন্দনপুর এলাকায় এ খনন কাজের উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কো¤পানি লিমিটেডের মহাব্যবস্থাপক, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। খনন কাজ করছে চাইনিজ সরকারী ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোপেক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস কর্পোরেশন। তিতাস কূপ ২৬-এর খনন কাজ আগামী ৩ মাসের মধ্যে সম্পন্ন হবে আশা করছেন কর্তৃপক্ষ। কূপটির খনন কাজে এডিবি ও জিওবি অর্থায়ন করছে। কূপটি ডেভিয়েটেড ধরনের যার ডিস্পেসমেন্ট প্রায় ১২৭০ মিটার হবে এবং এর খনন গভীরতা ৩৬০০ মিটার বা ১১,৮১০ ফুট নির্ধারণ করা হয়েছে বলেও কর্মকর্তারা জানান। কূপটির খনন স¤পন্ন হলে দৈনিক প্রায় ২০-২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিজিএফসিএল বর্তমানে দৈনিক সর্বোচ্চ ৮৩০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করছে যা দেশের মোট গ্যাস উৎপাদনের শতকরা ৩১ ভাগ। জানা গেছে, তিতাসের ২৬ নং কূপ থেকে গ্যাস উৎপাদন শুরু হলে তিতাস গ্যাস ফিল্ড থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের পরিমাণ দৈনিক প্রায় ৫২৫ মিলিয়ন ঘনফুট থেকে বৃদ্ধি পেয়ে দৈনিক ৫৬৫ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে আশা করা যাচ্ছে।
×