ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নাচুনে ব্যাঙের সন্ধান

প্রকাশিত: ০৫:৫২, ৩ এপ্রিল ২০১৬

নাচুনে ব্যাঙের সন্ধান

এবার নতুন প্রজাতির বিরল নাচুনে ব্যাঙের সন্ধান পাওয়া গেছে ভারতে। এর আগে এই প্রজাতির ব্যাঙের অস্তিত্বের কথা বিজ্ঞানীদের জানা ছিল না। দিল্লী বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ভারতের পশ্চিম দিকের পাহাড়ী এলাকায় এই ধরনের ব্যাঙের কয়েকটি ব্যাঙাচির সন্ধান পান। ভারতীয় বিজ্ঞানীদের এ সংক্রান্ত একটি প্রবন্ধ সম্প্রতি বিখ্যাত প্লস ওয়ান সাময়ীকিতে প্রকাশিত হয়েছে। গবেষণা দলের প্রধান সত্যভামা দাস বিজু এই প্রজাতির ব্যাঙ বিলুপ্ত হয়ে গেছে বলেই ধরে নেয়া হতো। তিনি বলেন, এই ব্যাঙ পুরোপুরি কর্মক্ষম। বিশেষ করে এই জাতের অপরিণত বয়সী ব্যাঙ সুরঙ্গের অন্ধকারে লুকিয়ে থাকতে ভালবাসে। তারপর এটি পরিণত হওয়ার পর বাইরে বেরিয়ে আসে। এই ব্যাঙের জীনতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে এই জাতের ব্যাঙ জন্মগত সূত্রেই নাচুনে স্বভাব পেয়েছে। গবেষণায় বিজ্ঞানীরা এই ব্যাঙের মাথা পরীক্ষার পর দেখতে পেয়েছেন যে এই ব্যাঙের কোন দাঁত নেই। এদের চোয়ালে দাঁতের মতো খাঁজ রয়েছে। এই খাঁজের সাহায্যে হয়ত ব্যাঙগুলো খাবার ধরে। আর এই ব্যাঙের এক ধরনের পাঁজর রয়েছে যা দিয়ে এটি আত্মরক্ষার কাজ করে। বিবিসি অবলম্বনে।
×