ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হিলারির ইমেইল পুনর্নিরীক্ষা স্থগিত করল পররাষ্ট্র দফতর

প্রকাশিত: ০৫:১১, ৩ এপ্রিল ২০১৬

হিলারির ইমেইল পুনর্নিরীক্ষা স্থগিত করল পররাষ্ট্র দফতর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ক্লিনটনের ইমেইলে রাষ্ট্রীয় গোপন তথ্য সঠিকভাবে আদান প্রদান করা হয়েছে কিনা তা অভ্যন্তরীণভাবে পুনরায় নিরীক্ষার একটি উদ্যোগ স্থগিত করেছে দেশটির পররাষ্ট্র দফতর। এফবিআইয়ের অনুরোধে এটি করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন মন্ত্রণালয়টির একজন মুখপাত্র। খবর ওয়েবসাইটের। ওবামা প্রশাসনের প্রথম মেয়াদে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন দেশটির সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটন। ওই সময় ব্যক্তিগত ইমেইল সার্ভার দাফতরিক কাজে ব্যবহার করেছিলেন তিনি। নিজের এই কর্মের জন্য ক্ষমা চেয়ে তিনি কোন অন্যায় করেননি বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এগিয়ে থাকা হিলারি। আগামী ৮ নবেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে হিলারি জয়ী হবেন বলে অনেকের ধারণা। রাষ্ট্রীয় কাজে তার ব্যক্তিগত ইমেইল ব্যবহারের বিষয়টি তদন্ত করে দেখছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা দ্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। ২৯ জানুয়ারি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হিলারির পাঠানো অথবা গ্রহণ করা ২২টি ইমেইল গোয়েন্দা সংস্থাগুলোর অনুরোধে শীর্ষ গোপনীয় হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এগুলো হিলারির প্রকাশিত কয়েক হাজার ইমেইলের সঙ্গে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি।
×