ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইসিবির তিন ফান্ডকে বে-মেয়াদিতে রূপান্তর

প্রকাশিত: ০৪:১৪, ৩ এপ্রিল ২০১৬

আইসিবির তিন ফান্ডকে বে-মেয়াদিতে রূপান্তর

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত ৩টি ফান্ডকে মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তর করার অনুমোদন দিয়েছে বিএসইসি। বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬৮তম সভায় এ অনুমোদন দেয়া হয়। বে-মেয়াদিতে রূপান্তর হওয়া ফান্ডগুলো হলো- তৃতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড, চতুর্থ আইসিবি মিউচুয়াল ফান্ড, পঞ্চম আইসিবি মিউচুয়াল ফান্ড। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। বে-মেয়াদিতে রূপান্তর হওয়া ফান্ডগুলো হলো- তৃতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড, চতুর্থ আইসিবি মিউচুয়াল ফান্ড, পঞ্চম আইসিবি মিউচুয়াল ফান্ড। এর আগে এর জন্য ইউনিট হোল্ডারদের সম্মতি নেয়া হয়। -অর্থনৈতিক রিপোর্টার সেন্ট্রাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। শনিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আলোচিত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় ইপিএস হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আগামী ২ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ২৬ এপ্রিল। -অর্থনৈতিক রিপোর্টার
×