ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউপি নির্বাচনে প্রাণহানিতে বার্নিকাটের উদ্বেগ

প্রকাশিত: ০৭:৫৫, ২ এপ্রিল ২০১৬

ইউপি নির্বাচনে প্রাণহানিতে বার্নিকাটের উদ্বেগ

কূটনৈতিক রিপোর্টার ॥ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি বলেছেন, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে গণতন্ত্রের চর্চা হওয়া প্রয়োজন। শুক্রবার সাভারে ‘বিচারিক কাজের যথাযথ মূল্যায়ন এবং সাফল্য নির্ধারণ ও নিরূপণ’- শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, নির্বাচনে সহিংসতায় যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি আমরা। গণতন্ত্রের সঠিক চর্চা করার জন্য মানুষের ভোটাধিকার প্রয়োগ ও সহিংসতা বন্ধ করতে সরকার, আইন প্রয়োগকারী সংস্থাসহ সাধারণ মানুষকে একসাথে কাজ করতে হবে। সবাই যেন ভোট দিতে পারে, সেটি নিশ্চিত করতে হবে সরকারকে।
×