ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে অত্যাধুনিক নভোথিয়েটার

প্রকাশিত: ০৬:১১, ২ এপ্রিল ২০১৬

চট্টগ্রামে অত্যাধুনিক নভোথিয়েটার

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে নভোথিয়েটার। রাজধানীর বঙ্গবন্ধু নভোথিয়েটারের আদলে অত্যাধুনিক প্রযুক্তি ও নির্মাণশৈলীতে এই নভোথিয়েটার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার স ম গোলাম কিবরিয়া জানান, বৃহস্পতিবার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আগ্রাবাদ এলাকায় নভোথিয়েটার নির্মাণের জন্য স্থান নির্ধারণ করেন। পতেঙ্গা ও আগ্রাবাদ এলাকা পরিদর্শন করে প্রাথমিকভাবে আগ্রাবাদকেই এই স্থাপনার জন্য নির্বাচন করা হয়। তবে শেষ পর্যন্ত স্থান নির্বাচনের বিষয়টি চূড়ান্ত করবে এর সঙ্গে সংশ্লিষ্ট কারিগরি কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারের বিশেষজ্ঞগণ রয়েছেন এ কমিটিতে। কমিটির সদস্যরা শীঘ্রই সরেজমিন পরিদর্শন করে জায়গা নির্ধারণের কাজটি চূড়ান্ত করবেন। নভোথিয়েটারের জন্য জায়গা পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন, নভোথিয়েটারের মহাপরিচালক আবুল বাশার মোঃ জহিরুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য ইউনুস গনি চৌধুরী, গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হুমায়ূন কবীর এবং উর্ধতন কর্মকর্তাগণ। Ñস্টাফ রিপোর্টার
×