ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোবট পাখি

প্রকাশিত: ০৫:৫১, ২ এপ্রিল ২০১৬

রোবট পাখি

দূর নিয়ন্ত্রিত রোবট পাখি তৈরি করেছেন নেদারল্যান্ডসের গবেষকরা। নেদারল্যান্ডসের নিজভেরডাল শহরের ইউনিভার্সিটি অব টোয়েন্টির বিজ্ঞানীরা বৃহস্পতিবার তাদের তৈরি করা রোবট পাখির প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন করেছেন। বিমানবন্দর এলাকায় পাখি যেন প্লেন ওঠানামায় বিঘœ ঘটাতে না পারে সেজন্য প্রকৃত পাখিদের দূরে সরিয়ে রাখতেই কৃত্রিম এ পাখিগুলো তৈরি করা হয়েছে। পেরিগ্রিন ফ্যালকন নামে একজাতের দ্রুতগামী বাজপাখিকে মডেল হিসেবে ধরে নিয়ে বানানো হয়েছে এ রোবট পাখি। বিমানবন্দর ছাড়াও ক্ষেতখামার, বাগান বা বিশেষ এলাকা থেকে পাখি তাড়াতে এগুলো ব্যবহার হবে। অনেক সময় গোয়েন্দা কাজেও পাখি ব্যবহার করা হয়। তাই সন্দেহ যে কোন এলাকা পাখিমুক্ত এই কৌশল কাজে লাগানো হবে। বর্তমানে কাকতাড়ুয়ার মতো প্রাচীন পদ্ধতি এবং ক্ষেত্র বিশেষে সামরিক বাহিনী ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড ব্যবহার করা হয়। কিন্তু রোবট পাখি সে তুলনায় অনেক কার্যকর এবং পরিবেশসম্মত হবে।-এএফপি
×