ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে দু’বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণ

প্রকাশিত: ০৫:৪৮, ২ এপ্রিল ২০১৬

লক্ষ্মীপুরে দু’বোনকে  বাড়ি থেকে তুলে  নিয়ে গণধর্ষণ

নিজস্ব সংবাদদদাতা, লক্ষ্মীপুর, ১ এপ্রিল ॥ জেলার কমলনগরে দুই সহোদর বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এ ঘটনায় কমলনগর থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। জানা গেছে, গত ২৯ মার্চ রাতে দুর্বৃত্তরা ওই দুই বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের পাশের একটি পরিত্যক্ত বাড়িতে ধর্ষণ করে। মামলার প্রধান দুই আসামি হলো উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের মৃত ইস্রাফিলের ছেলে মোঃ খোকন এবং একই এলাকার মৃত সোলেমানের ছেলে মোঃ সিরাজ। এছাড়া মামলায় ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে মোঃ ইউছুফ ও মৃত হোসেন আহাম্মদের ছেলে মোঃ আবদুল করিমসহ অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়েছে। ধর্ষিত বড় বোন জানায়, মোঃ খোকন তার সঙ্গে প্রেমের অভিনয় করে এবং বিভিন্ন সময় তাকে নানা প্রলোভন দেখায়। এক পর্যায়ে ২৯ মার্চ রাত ৯ টার দিকে খোকন তার বাড়িতে এসে তাকে ঘর থেকে বের হতে বলে। সে একা ঘর থেকে বের হবে না বলার পর ছোট বোনকে সঙ্গে আনতে বলে। দু’বোন একসঙ্গে ঘর থেকে উঠানে বের হয়ে আসার পরপরই ৪-৫ যুবক তাদের মুখ বেঁধে এবং পাশর্^বর্তী একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে রাতভর তাদের ধর্ষণ করে। ধর্ষিত ছোট বোন জানায়, খোকনের চাচাত ভাই সিরাজ তার গলায় ধারালো ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষক খোকন ও সিরাজের বন্ধু ইউছুফ এবং আবদুল করিমও তাদের ওপর পাশবিক নির্যাতন চালায়। ধর্ষিতদের বিধবা মা জানান, রাতে তিনি ঘুমেছিলেন। খোকন ও সিরাজসহ কয়েকজন মিলে তার দু’কিশোরী মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে রাতভর ধর্ষণ করে। সকালে স্থানীয়দের সহযোগিতায় একটি কলাবাগান থেকে তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। বিষয়টি স্থানীয় নবনির্বাচিত মেম্বার আবদুর রহিম দুলাল মাঝিকে জানালে তিনি এর মীমাংসা করে দেবেন বলে আশ্বাস দিয়ে মামলা না করার জন্য পরামর্শ দেন। কিন্তু প্রতিকারের কোন লক্ষণ না দেখে পরে পুলিশে অভিযোগ করা হয়। ধর্ষিতাদের ভাই এবং স্থানীয়রা জানান, অভিযুক্তরা নবনির্বাচিত ইউপি মেম্বার আবদুর রহিম দুলাল মাঝির চাচাত ভাই এবং নিকটাত্মীয়। সে জন্য তিনি মীমাংসার নামে কালক্ষেপণ করে ধর্ষণের আলামত নষ্ট করার অপচেষ্টা আলাচ্ছিলেন। নবনির্বাচিত ইউপি মেম্বার আবদুর রহিম দুলাল মাঝি বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। তিনি ধর্ষিতদের উপকার করার চেষ্টা করেছেন, ক্ষতি নয়। এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহাম্মদ জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে দু’বোন ধর্ষিত হয়েছে বলে জানা গেছে। তাদের ডাক্তারি পরীক্ষার জন্য বিকেলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
×