ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাল ক্রিকেটের নন্দনকাননে এশিয়াবিহীন ফাইনাল

প্রকাশিত: ০৫:৪০, ২ এপ্রিল ২০১৬

কাল ক্রিকেটের নন্দনকাননে এশিয়াবিহীন ফাইনাল

মিথুন আশরাফ, মুম্বাই থেকে ॥ দিনে কাজ আর কাজ। রাতে আনন্দ আর ফুর্তি। এই হচ্ছে, ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই শহরের হালচাল! দিনে রাস্তাঘাটে গমগম মানুষে। কেউ কারও দিকে একটু তাকানোর ফুরসত নেই। ঘণ্টা খানেক দাঁড়িয়ে কথা বলবে, সেটার প্রশ্নই ওঠে না। আর রাতে চলে শুধুই আড্ডা। দিনের চেয়েও যেন রাতে সৈকত নগরী মুম্বাই হয়ে ওঠে আমোদে ভরপুর। রাতে যেন মুম্বাই শুধু আনন্দ, ‘মোজ-মাস্তি’র নগরীতে পরিণত হয়ে ওঠে। সেই নগরীতেই হোঁচট খেয়ে গেল ভারত ক্রিকেট দল। বিদায় নিল বিশ্বকাপ থেকে। একমাত্র ভারতই এশিয়ার ঝা-া ধরে রেখেছিল। পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ওমান, হংকং, আফগানিস্তানের পর ভারতেরও বিদায় ঘটল। সেই সঙ্গে বিশ্বকাপের ফাইনালের আমেজও যেন কমে গেল। প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপে রবিবার ক্রিকেটের নন্দনকানন কলকাতার ইডেন গার্ডেনে এশিয়াহীন ফাইনাল হবে। যেখানে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড মুখোমুখি হবে কাল। মুম্বাই নগরীকে আসলে ‘ধোঁকা’র নগরীও বলা যেতে পারে। ‘ধাঁধা’র নগরীও বলা যেতে পারে। এখানে সবকিছুতেই কেমন যেন ধোঁকা! কত আলোচনা মুম্বাই নিয়ে। কত সব আশা সবার ভেতরই থাকে। মুম্বাই আসা মানে যেন কোথায় যেন এসে পড়া। অথচ এখানকার প্রতি স্থানেই কেমন যেন ‘ধোঁকা, ধ্যোঁকা’ ভাব আছে। পর্যটকদের জন্য যে স্থানগুলো এত আড়ম্বরের ওয়েবসাইটগুলোতে দেখানো হয়, আসলে কোন স্থানই সে রকম নয়। এর সবকিছুই যেন ফটোগ্রাফির ধাঁধা। যে স্থানেই যাওয়া হবে, যেন ধাঁধায় পড়ে যেতে হবে। এমন এমন স্থান থেকে ছবিগুলো দেয়া হয়েছে, স্থানগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। আসলে সামনে গেলে মনে হবে, দেখলাম এক রকম; হল তো আরেক রকম। ধোঁকা খেতে হবে। এ ধোঁকার শহরে ভারতও ধোঁকাই খেল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে হেরে ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেল ভারতের। সেই সঙ্গে আসলে বিশ্বকাপের উত্তেজনাও যেন কমে গেল। ইডেন গার্ডেনে যে ফাইনালটি হবে, সেটির আমেজ কমে গেল। স্বাগতিকরাই যখন ফাইনালে নাই, টি২০’র সেরা দলটিই যখন নেই শিরোপা নির্ধারণী ম্যাচে, ক্রিকেট যেখানে সবকিছুর উর্ধে; সেখানেই যেহেতু সেই দেশই ফাইনালে নেই, আমেজ আর থাকে কি করে। এশিয়ার দলগুলোর মধ্যে ভারতকে নিয়েই ভরসা করা হচ্ছিল। মনে করা হচ্ছিল, শিরোপাও জিতবে ভারত। এশিয়ার মান যেহেতু ভারতের হাতেই ছিল, মনে করা হয়েছিল শেষপর্যন্ত সেই মান থাকবে। কিন্তু সেমিফাইনালেই শেষ হয়ে গেল ভারতের দৌড়! মহারাষ্ট্রে রাজধানী মুম্বাই। এখানে হিন্দী ভাষার চেয়েও বেশি প্রচলিত মারাঠী ভাষা। এটাই মুম্বাইয়ের ভাষা। যারা হিন্দী বলে, তারা আসলে অন্য প্রদেশগুলো থেকে মুম্বাইয়ে কাজের সুবাদে থাকছে। ১৯৯৫ সালে বোম্বে নাম থেকে পরিণত হওয়া নাম মুম্বাই যে এত বেশি অর্থের নগরী হয়ে উঠেছে, এর পেছনে ধনাঢ্য সব ব্যক্তি মুম্বাইয়ে অবস্থান করাতেই হয়েছে। এখানে অর্থনৈতিক ও বিনোদনের শহরও বলা হয় মুম্বাইকে। এখানে আছে ফিল্মসিটি বলিউড। মহাসাগরের কুল ঘেঁষে আছে মুম্বাই। এখানে আছে পোর্ট। ৬৮ ভাগ হিন্দুদের পরই ১৯ ভাগ মুসলিমদের অবস্থান এ মুম্বাইয়ে। কিন্তু সবখানেই ধাঁধা। এখানে দেখার মতো অল্প পরিসর নিয়ে ‘গেট ওয়ে অব ইন্ডিয়া’ আছে। ‘হাজী আলী দরগা’ আছে। বিখ্যাত ‘জুহু বিচ’ আছে, ‘মেরিন ড্রাইভ’ আছে। বান্দ্রায় ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকর, বলিউড কিং শাহরুখ খান, দাবাং খ্যাত সালমান খান, বলিউড বাদশা অমিতাভ বচ্চনের বাসা আছে। মুকেশ আম্বানির প্রাসাদসম বাড়িও আছে। সবকিছুই আছে। যা প্রয়োজন। কিন্তু ঘোরার স্থানগুলো অনেক ফাঁকফোকর। প্রতি স্থানই যে রকমটি দেখানো হয় ছবিতে, সেই রকমটি সামনে গেলে লাগে না। হতাশ হতে হয়। জুহু বিচ তো নোংরা! এরচেয়ে বাংলাদেশের কক্সবাজারের প্রতিটি বিচই অসাধারণ। টি২০ বিশ্বকাপে এবার অসাধারণ হতে পারল না এশিয়ার কোন দল। ২০১০ সালের মতো অবস্থা হলো। এ সালের টি২০ বিশ্বকাপ ছাড়া প্রতিবারই ফাইনালের খেলেছে এশিয়ার কোন না কোন দল। ২০০৭ সালে ভারত-পাকিস্তান ফাইনাল খেলেছে। ভারত চ্যাম্পিয়ন হয়েছে। ২০০৯ সালে পাকিস্তান-শ্রীলঙ্কা শিরোপা নির্ধারণী ম্যাচে খেলেছে। পাকিস্তান শিরোপা জিতেছে। ২০১০ সালে গিয়ে কোন এশিয়ার দল ফাইনালে খেলেনি। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ফাইনালে খেলে। জিতে ইংল্যান্ড। এরপর ২০১২ ও ২০১৪ সালেও এশিয়ার দল ফাইনালে খেলে। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালে খেলে হারে শ্রীলঙ্কা। ২০১৪ সালে ভারত ও শ্রীলঙ্কা ফাইনালে খেলে, শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়। এবার আবারও এশিয়াহীন ফাইনাল হচ্ছে। বাংলাদেশ সবার আগে টি২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। উপমহাদেশের দলগুলোর মধ্যে আফগানিস্তানও বিদায় নিয়েছে। এরপর শ্রীলঙ্কা ও পাকিস্তানও বাদ পড়ে গেছে। ‘সুপার টেনে’ই সবার দম ফুরিয়েছে। উপমহাদেশে হচ্ছে বিশ্বকাপ। আর একদিন পর টুর্নামেন্ট শেষও হয়ে যাবে। অথচ সেই ফাইনালে উপমহাদেশের কোন দলই নেই। এশিয়ার কোন দল নেই। এশিয়াহীন ফাইনালই হবে রবিবার। যেখানে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে।
×