ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহী নেত্রকোনা ও নীলফামারীতে তিন লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:৪৭, ২ এপ্রিল ২০১৬

রাজশাহী নেত্রকোনা ও নীলফামারীতে তিন লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজশাহী নেত্রকোনা ও নিলফামারীতে যুবকসহ অজ্ঞাত তিন লাশ উদ্ধার করা হয়েছে।Ñখবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের রাজশাহী ॥ নগরীর গুড়িপাড়া এলাকা সাকোর নিচ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। নগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, সাঁকোর নিচে প্রায় ৩৫ বছর বয়সী অজ্ঞাত ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। দুর্গাপুর, নেত্রকোনা ॥ নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের উৎরাইল বাজারে বিচিত্রা গেষ্ট হ্উাজ থেকে শুক্রবার বেলা ২টা দিকে এক যুবকের গলাকাটা লাশ উদ্দার করেছে দুর্গাপুর থানা পুলিশ। হোটেল বয় সুজন দাস জানায়, ২৯ এপ্রিল রাতে ঢাকার শান্তিনগর নিবাসী আবু সিদ্দিকের ছেলে নূরুল ইসলাম (৩০) হোটেল রেজিস্টারে নাম লিখিয়ে ওঠে। পুলিশ জানায়, সকালে আনুমানিক ১০টা দিকে নূরুল ইসলাম নাস্তা করে হোটেলের ২নং রুমে প্রবেশ করে। এরপর হোটেল বয় ১২টার দিকে বাড়ি যাওয়ার সময় রুমে যেয়ে তাকে ডাকে, সে রুমে থাকবে না বেরিয়ে যাবে। কোন সাড়া না পেয়ে সামনের পানের দোকানদার মনতোষ দেবনাথকে নিয়ে দরজা ধাক্কা দিয়ে দেখে যুবকের গলা কাটা লাশ বিছানার উপরে পড়ে আছে। এর পর পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নীলফামারী ॥ কলাবতী (১৯) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে স্বামীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে নির্যাতনের শিকার হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয় কলাবতী। শুক্রবার বিকেলে ওই গৃহবধূর লাশ পুলিশ উদ্ধার করে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের সাতপাই গ্রামের স্বামী দীপক চন্দ্র রায়ের বাড়ি থেকে। ঘটনার পর স্বামী পালিয়ে গেছে।
×