ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিপিবির অভিযোগ তনু হত্যাকারীদের বাঁচাতে জজ মিয়া নাটক সাজানোর চেষ্টা হচ্ছে

প্রকাশিত: ০৪:৪৩, ২ এপ্রিল ২০১৬

সিপিবির অভিযোগ তনু হত্যাকারীদের বাঁচাতে জজ মিয়া নাটক সাজানোর চেষ্টা হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ তনুর প্রকৃত হত্যাকারীদের বাঁচাতে জজ মিয়া নাটক সাজানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতারা। শুক্রবার তনু হত্যার প্রতিবাদে রাজধানীতে আয়োজিত এক কর্মসূচীতে এ অভিযোগ করেন নেতৃবৃন্দ। তনু হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে সিপিবি শান্তিনগর শাখার আহ্বানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। রমনা এক্সচেঞ্জের ১০ হাজার টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে গ্রাহকবৃন্দকে উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে রমনা টেলিফোন এক্সচেঞ্জের ৭১১ এবং ৭১২ দ্বারা শুরু সাত ডিজিটের প্রায় দশ হাজার নম্বর ৩ এপ্রিল থেকে পর্যায়ক্রমে ‘৪৭১’ এবং ‘৫৭১’ গ্রুপের আট ডিজিটের নম্বর দ্বারা পরিবর্তন করা হবে। গ্রাহকবৃন্দের টেলিফোন নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে টেলিফোন কলের মাধ্যমে নতুন নম্বর জানিয়ে দেয়া হবে। পরিবর্তিত নতুন নম্বরের তালিকা গ্রাহকবৃন্দের অবগতির জন্য ওয়েবসাইটে দেয়া হয়েছে। এছাড়া বিটিসিএল কল সেন্টারে ‘১৬৪০২’-তে অথবা অফিস চলাকালীন ৯৫৮৭৭৭৭ নম্বরে যোগযোগ করেও পরিবর্তিত নম্বর জানা যাবে। Ñতথ্য বিবরণী তরুণ চিকিৎসকদের মেধা কাজে লাগাতে হবে ॥ সেমিনারে ডাঃ কামরুল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, তরুণ চিকিৎসকরা অত্যন্ত মেধাবী। তাদের মেধাকে রোগীদের জন্য কল্যাণমুখী গবেষণায় কাজে লাগাতে হবে। আর এজন্য বৈজ্ঞানিক যোগাযোগ সম্পর্কে তাদের পর্যাপ্ত জ্ঞান থাকা যেমন আবশ্যক, তেমন এ ধরনের যোগাযোগ আরও বাড়াতে হবে। বৃহস্পতিবার বিএসএমএমইউ শহীদ ডাঃ মিল্টন হলে আয়োজিত ‘বৈজ্ঞানিক যোগাযোগ বিষয়ক’ এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এপিবির উদ্যোগে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডাঃ সেলিমুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মানজারে শামীম, অধ্যাপক ডাঃ রিদওয়ানুর রহমান, ডাঃ আলেয়া নাহীদ ও ডাঃ শারফুল ইসলাম খান। Ñবিজ্ঞপ্তি অভাবী মুক্তিযোদ্ধা পরনে লাল-সবুজ জামা। হাতে বৈঠা। বৈঠার এক পিঠে লাগানো ছোট্ট একটা নৌকা। এটাই ষাটোর্ধ আছিম উদ্দিনের নিত্যকার পোশাক। নরসিংদীর রায়পুরার এই বৃদ্ধের দাবিÑ তিনি একজন মুক্তিযোদ্ধা। ৩ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি সহায়সম্বলহীন। বেশভূষা দেখে অনেকেই তাঁর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। আর কেবল সেটা দিয়েই অন্ন সংস্থান হয় তাঁর। ছবিটি বৃহস্পতিবার শিক্ষা ভবনের সামনে থেকে তুলেছেন জনকন্ঠের নিজস্ব আলোকচিত্রী। সাহসী নারী ব্যস্ত রাজধানীর বিভিন্ন সিগন্যালে পকেটমারের দৌরাত্ম্যে অতিষ্ঠ নগরবাসী। মানুষ যখন গন্তব্যে পৌঁছানোর জন্য উদ্বিগ্ন তখন এরা ব্যস্ত থাকে মানুষের সর্বস্ব হাতিয়ে নেয়ার কাজে। বৃহস্পতিবার শাহবাগ মোড়ে বোরকা পরিহিত এক নারীর ব্যাগ থেকে মোবাইল ফোন বের করার সময় মাসুম নামের এক পকেটমারকে ধরে ফেলে ওই নারী। এরপর তাকে উত্তম-মধ্যম দিয়ে ছেড়ে দেয়া হয়। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×