ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তনু হত্যার বিচার পেতে আন্দোলন চালিয়ে যাওয়ার বিকল্প নেই ॥ ডাঃ ইমরান

প্রকাশিত: ০৪:৪৩, ২ এপ্রিল ২০১৬

তনু হত্যার বিচার পেতে আন্দোলন চালিয়ে যাওয়ার বিকল্প নেই ॥ ডাঃ ইমরান

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাঃ ইমরান এইচ সরকার বলেছেন, তনু হত্যার বিচারের দাবিতে সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হলেও সরকারের কোন টনক নড়েনি। একই ধারাবাহিকতায় বিবৃতি-বক্তব্যে সরকার তনুর বিষয়ে ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টায় রয়েছে। তারা এই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারছে না। ন্যায়বিচার পেতে হলে আন্দোলন চালিয়ে যাওয়ার বিকল্প নেই। শুক্রবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ‘তনু হত্যার বিচার ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- করার দাবি’ শীর্ষক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূর্বঘোষিত এই সমাবেশে সিপিবি নেতা জলি আক্তার, শিল্পী মাহমুদুজ্জামান বাবু এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিপিবি নারী সেল, জাসদ ছাত্রলীগ, ছাত্রফ্রন্টের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বক্তব্য রাখেন। এছাড়া অবিলম্বে তনুর ধর্ষক ও হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ চার দফা দাবিতে শুক্রবার মঞ্চের মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচী শুরু হয়। সারাদেশে একযোগে চলবে এই গণস্বাক্ষর সংগ্রহের কাজ। মাসব্যাপী গণস্বাক্ষর সংগ্রহের পর তা জাতীয় সংসদের স্পীকার বরাবর পেশ করা হবে বলে সমাবেশ থেকে জানানো হয়। সমাবেশে ডাঃ ইমরান আরও বলেন, নারীর প্রতি সব ধরনের সহিংসতা রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। আমাদের ঐক্যবদ্ধ প্রতিবাদই পারবে তনুর খুনি ও ধর্ষকদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে। বাংলাদেশের মাটিতে যুদ্ধাপরাধীদের সঙ্গে যেমন আপোস করা হয়নি, তেমনি ধর্ষকদের ক্ষেত্রেও কোন আপোস করা হবে না।
×