ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্রবিষয়ক সেমিনার আজ

প্রকাশিত: ০৪:১৪, ২ এপ্রিল ২০১৬

চলচ্চিত্রবিষয়ক সেমিনার আজ

স্টাফ রিপোর্টার ॥ চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে সেমিনারের আয়োজন করেছে যৌথভাবে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আজ শনিবার সন্ধ্যা ৬টায় ‘’বাংলাদেশের নতুন চলচ্চিত্র নির্মাতাদের সঙ্কটসমূহ : উত্তরণের পথ’ শীর্ষক এ সেমিনার হবে। সেমিনারে অতিথি থাকবেন চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী। এ ছাড়াও উপস্থিত থাকবেন চলচ্চিত্র গবেষক অধ্যাপক ফাহমিদুল হক, চলচ্চিত্র নির্মাতা সামির আহমেদ, অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী ও শিল্পী সব্যসাচী হাজরা। সঞ্চালনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন বলেন, বাংলাদেশের নতুন ও তরুণ চলচ্চিত্র নির্মাতাদের প্রতিকূলতা বা সঙ্কটসমূহ উত্তরণের পথ অনুসন্ধানে এই সেমিনারের আয়োজন করা হয়েছে।
×