ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিডনির মেলব্যাগ ॥ অজয় দাশগুপ্ত

উত্তেজনা ও আনন্দের নামে অস্থিরতা!

প্রকাশিত: ০৪:১০, ২ এপ্রিল ২০১৬

উত্তেজনা ও আনন্দের  নামে অস্থিরতা!

কৌশলে যেন অস্থিরতাকে উস্কে দেয়া হচ্ছে। অপকৌশলে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সব জায়গায় সবকিছু নিয়ে এমন অস্থির করার প্রবণতা ভাল কিছু নয়। ভাবখানা এমনÑ এই যা ঘটছে যা হচ্ছে তার পেছনে আছে সরকার। তনুর কথায় আসি। শালীন সুন্দর চমৎকার মেয়েটির ব্যাপারে প্রতিবাদ জানাতে গিয়ে এমন এক জগাখিচুড়ি পরিস্থিতি তৈরি করা হয়েছেÑ সত্য কি সেটাই এখন বড় প্রশ্ন। কথায় বলে ছেলের হাতের মোয়া। ছেলে যদি শিশু হয়ত সে মোয়ার ভাল মন্দ বোঝে না। আমাদের দেশ ও সমাজে মানুষ এখনও মনোজাগতিক দিকে প্রাগৈতিহাসিক আমলে বসবাস করছে। তাদের চিন্তা চেতনা মননে আলো নেই। থাকার কথাওনা। তাকিয়ে দেখুন যাদের আমরা বিপ্লবী জানতাম, যাদের বামধারা বলে সম্মান করতাম তাদের অবস্থা কতটা শোচনীয়। তাদের এককালের মুখপাত্র সাপ্তাহিকের চটি পায়ে ব্যাগ ঝোলানো সম্পাদকের বহুল প্রচারিত কাগজটি আওয়ামী লীগের বিরুদ্ধে অঘোষিত জেহাদ করেই চলেছে। সুযোগ পেলেই উস্কে দেয়। তনু ইস্যু বা ক্রিকেট ইস্যু কোনটাই বিষয় না। বিষয় ঘটনাকে সরকারবিরোধী করে তোলা। বলছিলাম মিডিয়ার কথা। আমরা খুব গর্ব করে বলিÑ এক একজন মানুষ এখন একেকটি মিডিয়া। হাতে একটা আধুনিক মোবাইল থাকলেই হলো। আসলে কি তাই? আন এডিটেড মিডিয়াগুলোর দিকে দেখুন তাদের দেশ জাতি বা চেতনা কিছুর প্রতিই কোন দায়িত্ব নেই। খবরের পেছনের খবরের নামে তিলকে তাল করে সামাজিক মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে আর তা নিয়ে মেতে উঠছে মানুষ। এটা কি সুস্থতার পরিচায়ক? খুন জখম দুর্ঘটনা হত্যা ধর্ষণ সববিষয়ে এমন অতি মাতামাতি একধরনের অনধিকার চর্চা, ঘটনার পেছনের সত্যকে আড়াল করা। এটা মনে করার যথেষ্ট কারণ আছে এর পেছনে কাজ করছে জামায়াত-বিএনপির চক্রান্ত। তারা ওপেন বা প্রকাশ্যে সুবিধা করতে পারছে না। জাতীয় রাজনীতিতে জ্বালাও পোড়াও আর ধ্বংসের কারণে কোণঠাসা বিএনপির সমর্থকরা নেমেছে চরিত্র হননে। আওয়ামী লীগ বা সরকারের নামে তারা এখন জাতির চরিত্র হননে ব্যস্ত। দেখবেন কি কৌশলে তারা গুজব ছড়ায়। এসব আমরা স্বাধীনতার পরপরও দেখেছিলাম। যারা বলেন, এতে কাজ হয় না আমি তাদের সাথে দ্বিমত পোষণ করি। কাজ হয়। অনেক মানুষকে অনেককালের জন্য তো বটেই কিছু মূর্খদের সারা জীবনের জন্য অন্ধকারে রাখা যায় এতে। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর পরিবারের ওপর যে কালিমালেপন করা হয়েছিল তার কালো জের এখনও ফুরোয়নি। এবার যখন বাংলাদেশ ব্যাংকের ডলার লোপাট হলো, ফিলিপিন্স শ্রীলংকা, ভারত, বাংলাদেশ সব ছাড়িয়ে সন্দেহের তীর ছুটল আবার সরকারের দিকে। প্রবাসে বিশেষত আধুনিক গণতান্ত্রিক দেশে মিনিমাম লেখাপড়া ও যোগ্যতা ছাড়া আসা যায় না। অন্তত সেটাই নিয়ম। কিন্তু আমরা বারবার প্রমাণ করি সার্টিফিকেট মূলত কোন শিক্ষা নয়। এসব মানুষ প্রবাসে পরিকল্পিত গুজবে এমন আবহ তৈরি করেন যাতে বিভ্রান্ত হবার বিকল্প থাকে না। কতজন যে আমার কাছ থেকে জানতে চেয়েছে, এই ডলার চুরির পেছনে নাকি অমুক তমুক আছে? তাদের ধারণা, যারা লেখালেখি করে তারা সব জানে। আমি বিস্ময়ের সাথে বলেছি, যাদের কথা বলছেন তাদের কি এভাবে ডলার চুরি করে টাকা কামানোর দরকার আছে? বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাকা চৌধুরীর অনুরক্ত একজন তো ক্রুর হাসিতে এও বললেন, এগুলোরও নাকি বিচার হবে একদিন। যে বা যারা দায়ী তাদের বিচার হবেই। সময়ের হাতেই এর বিচার। কিন্তু এরা কারা? যারা আমাদের দেশের শান্তি প্রগতি অর্জন বা উন্নয়নকে থমকে দিতে চাইছে তারা কিন্তু সুযোগ নিচ্ছে এগুলোর। তনুর অপমৃত্যু সেনাবাহিনীকে টেনে আনা, গুজবের পর গুজব তৈরি অতঃপর কার কাজের মেয়ে আত্মহত্যা করল তার দায়ও তুলে দিচ্ছে সরকারের কাঁধে। আর এগুলোর সারমর্ম বেরিয়ে এসেছে ক্রিকেটের ফলাফলে। একজন লিখেছেন ভারত হারার পর তিনিও আনন্দিত হয়েই রাস্তায় নেমেছিলেন। নেমে তো তার আক্কেল গুড়ুম। কিছু মানুষ বলাবলি করছে ইন্ডিয়া হেরেছে খুব ভাল হয়েছে। এদের কারণেই আমরা দেশ ভেঙ্গেছি। পাকিস্তানে থাকলে আজ আমরা অনেক ভাল থাকতাম। সবচেয়ে ঘৃণার ব্যাপারÑ এগুলোর পেছনে কাজ করছে কথিত সুশীলরা। কবিপুত্র ঔপন্যাসিক নামে পরিচিত একজন লিখেছে, ওয়েস্ট ইন্ডিজ নাকি চারদিকে শান্তি আর শান্তি লিখে দিয়ে গেছে। ভারতের এই পরাজয়ে আমি আমার মতো হাজার হাজার সংখ্যালঘু নামে পরিচিত মানুষজন আনন্দিত। তাদের ক্রিকেট আমাদের সাথে গাদ্দারি করেছে। তাদের দেশে এমনকি বিদেশেও তাদের দাপটে আমরা ন্যায্য জয় বঞ্চিত হয়েছি। রাগ থাকার এক শ’ একটা কারণ আছে। দাদাগিরির এই চক্রান্ত বা হামবড়া ভাব ভাঙতে আবেগের অপব্যবহারে কাজ হবে? না লাগবে যৌক্তিক কাজ? কোথায় প্রতিবাদ করতে হবে, কিভাবে খেলতে হবে, কিভাবে খেললে শক্তিকে কব্জা করা যাবে সেগুলো নিয়ে কথা নেই। কেউ বলছেন না, আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে শিখলাম দুঃসময়ে কিভাবে রুখে দাঁড়াতে হয়। কিভাবে টেনশন লুকিয়ে ছক্কা হাঁকিয়ে জিতে আসতে হয়। পুরো ব্যাপারটা চলে গেছে ভারতবিরোধিতার নামে যেন সাম্প্রদায়িকতার খাতায়। এভাবে চলে না। এভাবে পচনশীল সমাজ ও অপবুদ্ধিকে স্বাধীনতার নামে বাড়তে দিলে একদিন সরকার তো সরকার জাতিকেই উপড়ে ফেলবে এরা। বাংলাদেশ ও মুক্তিযুদ্ধবিরোধী পুরনো শক্তি জামায়াত-বিএনপি মুসলিম লীগের সাথে জুটেছে নতুন ও নব্য রাজাকার একশ্রেণীর সুশীল সমাজ। এরা পাকিস্তানে ফিরে যেতে চায়। যাক। কে তাদের আটকে রেখেছে? আমাদের দেশটি নষ্ট করার কোন অধিকার নেই তাদের। এ কথা জানানোর দায়িত্ব কেবল সরকারের নয়। তাদের দলেও ভূতের অভাব নেই। আমাদের চাই প্রগতির ঐক্য। না হলে এরা আমাদের জানমাল চেতনার ওপরও হামলা চালাবে। সেদিন খুব দূরে নয়। সাবধান হবো কি আদৌ?
×