ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্রে এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর

প্রকাশিত: ০৪:০৩, ২ এপ্রিল ২০১৬

পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্রে এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর

যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে বৃহস্পতিবার এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার দায়ে তাকে এ সাজা দেয়া হয়েছিল। এ ঘটনা যখন ঘটানো হয় তখন সে কিশোর ছিল। খবর এএফপির। মৃত্যু দ-াদেশের রায় স্থগিত চেয়ে করা সর্বশেষ আবেদন নাকচ হওয়ার পর তার এ রায় কার্যকর করা হলো। জর্জিয়ার সংশোধন কেন্দ্রের এক বিবৃতিতে বলা হয়, রাত ৯টা ২৭ মিনিটে জশুয়া বিশপের মৃত্যুদ- কার্যকর করা হয়। ১৯ বছর বয়সে বিশপ ও তার বন্ধু মার্ক ব্র্যাক্সলি লিভার্ট মরিসন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে। তাদের সে তার জিপের চাবি দিতে অস্বীকৃতি জানানোয় তাকে তারা পিটিয়ে মেরে ফেলে। মদপানকালে তারা এ ঘটনা ঘটায়। মরিসনের মৃত্যুর পর তারা লাশ সরিয়ে ফেলে এবং ওই জিপে আগুন ধরিয়ে দেয় এবং পরে তারা আবারো মদ পান করে। পরে বিশপ পুলিশের কাছে মরিসনকে পিটিয়ে মেরে ফেলার কথা স্বীকার করে। ফলে বিচারে তাকে মৃত্যুদ- এবং ব্র্যাক্সলিকে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়।
×