ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তুরস্কে দুই সাংবাদিকের বিচার চলছে

প্রকাশিত: ০৪:০৩, ২ এপ্রিল ২০১৬

তুরস্কে দুই সাংবাদিকের  বিচার চলছে

তুরস্কের দুজন বিশিষ্ট সাংবাদিকের বিতর্কিত মামলার বিচার কাজ শুক্রবার দ্বিতীয় দিনে পৌঁছল। তুরস্কে ক্রমবর্ধমানভাবে স্বৈরশাসকের রূপে আবির্ভূত হওয়া দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের শাসনামলে দেশটির গণমাধ্যমের স্বাধীনতার জন্য এই মামলাটিকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। খবর এএফপির। কুমহুরিয়েত পত্রিকার প্রধান সম্পাদক কান দুনদার ও আঙ্কারা ব্যুরো প্রধান এরদেম গুলের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রীয় গোপন তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে। তুরস্ক সরকার সিরিয়ায় বিদ্রোহীদের কাছে জাহাজে করে অস্ত্র পাঠানোর চেষ্টা করছিল বলে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। অভিযোগটি প্রমাণিত হলে তাদের যাবজ্জীবন কারাদ- হতে পারে। তবে অভিযুক্তদের একজন দানদুর আশাবাদ ব্যক্ত করে জানান, তারা দোষী সাব্যস্ত হবেন না। তিনি ইস্তাম্বুল অপরাধ আদালতে পৌঁছেছেন। দুনদার সাংবাদিকদের বলেন, ‘আমরাই জিতব। ইতিহাসে আমরা সব সময়ই জিতেছি। আমরা মনে করি আইন আমরা সঠিক বলে রায় দিবে এবং আমরা এই মামলা থেকে খালাস পাব।’
×