ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খরচ কমাতে বোয়িংয়ে কর্মী ছাঁটাই

প্রকাশিত: ০৩:৫৪, ১ এপ্রিল ২০১৬

খরচ কমাতে বোয়িংয়ে কর্মী ছাঁটাই

খরচ কমানোর জন্য চলতি বছরের মাঝামাঝি সময়ে সাড়ে ৪ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বিশ্বের বৃহত্তম বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছে, বিশ্ববাজারে বোয়িংয়ের জেট বিমানের ক্রেতা কমে যাওয়ায় কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বোয়িং। এ পদক্ষেপে চাকরি চলে যাওয়ার আশঙ্কা রয়েছে অনেক নির্বাহী এবং সহকারী কর্মকর্তারও। বর্তমানে বোয়িংয়ে কর্মরত আছেন ১ লাখ ৬১ হাজার কর্মকর্তা-কর্মচারী। গত বছর ৭৬২টি বিমান ডেলিভারি দিয়েছে বোয়িং। তবে কমেছে এ প্রতিষ্ঠানের বিমানের বিক্রয়াদেশ। -অর্থনৈতিক রিপোর্টার রিজার্ভ চুরিতে ভারতে সতর্কতা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার অর্থ লোপাটের ঘটনায় এবার সতর্ক সঙ্কেত জানিয়েছে ভারত। এ ঘটনার সঙ্গে পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স এজেন্সি জড়িত থাকতে পারে- জানিয়ে দেশটির ব্যাংকিং সিস্টেম নিরাপত্তায় সতর্ক বার্তা দেয়া হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ইকোনমিক টাইমস। ওই কর্মকর্তা এ ব্যাপারে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াকে সতর্ক করেছে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার হ্যাকিংয়ে মাধ্যমে খোয়া যায় এবং এই অর্থ ফিলিপিন্সের ক্যাসিনোতে স্থানান্তর হয়। সাইবার অপরাধ ইতিহাসে বাংলাদেশ ব্যাংকের এ ঘটনাকে সবচেয়ে বড় ডাকাতির মধ্য একটি বলে ধরা হচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার
×