ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নতুন খবর

ঢাকায় ফেলুদা

প্রকাশিত: ০৭:১৩, ৩১ মার্চ ২০১৬

ঢাকায় ফেলুদা

সত্যজিৎ রায়ের কালজয়ী চরিত্র ফেলুদা এখনও সমান জনপ্রিয়। বরং এ জনপ্রিয়তা আরও বেড়েছে। ফেলুদা আসছে বাংলাদেশের টিভি পর্দায়। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ফেলুদার ২০টি গল্পের স্বত্ব কিনেছেন। এগুলো নিয়ে টিভি ধারাবাহিক নির্মিত হবে। গল্পগুলো হলো, ‘ফেলুদার গোয়েন্দাগিরি’, ‘কৈলাশ চৌধুরীর পাথর’, ‘শেয়াল দেবতা রহস্য’, ‘বাক্স রহস্য’, ‘সমাদ্দারের চাবি’, ‘ঘুরঘুটিয়ার ঘটনা’, ‘গোঁসাইপুর সরগরম’, ‘গোরস্তানে সাবধান’, ‘গোলকধাম রহস্য’, ‘নেপোলিয়ানের চিঠি’, ‘টিনটোরেটোর যিশু’, ‘অম্বর সেন অন্তর্ধান রহস্য’, ‘জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা’, ‘বোসপুকুরে খুনখারাপি’, ‘অপ্সরা থিয়েটার মামলা’, ‘শকুন্তলার কণ্ঠহার’, ‘ডাঃ মুন্সীর ডেইরি’, ‘গোলাপী মুক্ত রহস্য’, ‘নয়ন রহস্য’ ও ‘রবার্টসনের রুবি’। প্রতিষ্ঠানটির কর্ণধার শাহরিয়ার শাকিল জানিয়েছেন, ফেলুদার ভূমিকায় নতুন কোন অভিনেতাকেই নেয়া হবে। সে জন্য অডিশনও শুরু হবে।
×