ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অটিজম সচেতনতা দিবস

জাতিসংঘের সেমিনারে মূল প্রবন্ধ পড়বেন সায়মা ওয়াজেদ

প্রকাশিত: ০৬:৫৬, ৩১ মার্চ ২০১৬

জাতিসংঘের সেমিনারে মূল প্রবন্ধ পড়বেন সায়মা ওয়াজেদ

বিডিনিউজ ॥ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জাতিসংঘের একটি সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অটিজম বিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেন। যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার বিকাল ৩টায় জাতিসংঘ সদর দফতরে ‘অটিজম মোকাবেলা : এসডিজির আলোকে বিশ্ব সম্প্রদায়ের কৌশল’ শিরোনামে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন বলেন, সেমিনারে সায়মা ওয়াজেদ হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এছাড়া ওই দিন বেলা ১১টায় বৈষম্য দূরীকরণ নিয়ে আরও একটি আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা মানসিক স্বাস্থ্য নিয়ে যুক্তরাষ্ট্রে লেখাপড়ার পর বর্তমানে সেখানেই কর্মরত আছেন। মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলের সদস্য তিনি। খোকন আরও জানান, অটিজম বিষয়ক ওই সেমিনারে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, কম্যুনিকেশন ও পাবলিক ইনফরমেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল, সাধারণ পরিষদের প্রেসিডেন্ট, সদস্য দেশগুলোর প্রতিনিধি ও বিভিন্ন সংস্থার নির্বাহীগণ উপস্থিত থাকবেন। বান কি-মুনের স্ত্রী ইউ (বেন) সুন-তায়েকও অনুষ্ঠানে অংশ নেবেন। বাংলাদেশ, ভারত, কাতার, দক্ষিণ কোরিয়া ও অটিজম স্পিক্স সম্মিলিত এই অনুষ্ঠানের আয়োজন করেছে। নর্থ সাউথে ভর্তি পরীক্ষা ২ এপ্রিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামার সেমিস্টারের আন্ডার গ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ২ এপ্রিল শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদনের শেষ সময় আজ ৩১ মার্চ বৃহস্পতিবার বিকেল ৫টা। অনলাইনে আবেদন এবং ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে ভিজিট করুন : http://admissions.northsouth.edu| -বিজ্ঞপ্তি
×