ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে কাপড় ব্যবসায়ীকে জবাই

প্রকাশিত: ০৬:৪৫, ৩১ মার্চ ২০১৬

রাজশাহীতে কাপড় ব্যবসায়ীকে জবাই

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর দুর্গাপুরের পানানগর গ্রামের এক কাপড় ব্যবসায়ীকে জবাই করে হত্যা করা হয়েছে। ওই ব্যবসায়ীর নাম নাসিম উদ্দিন প্রামাণিক (৩৫)। তিনি ওই গ্রামের অফির উদ্দিন প্রামাণিকের ছেলে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে বুধবার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহত নাসিমের বাবা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছেন। হত্যাকা-ের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসীর ধারণা, পরকীয়ার জের ধরে এ হত্যাকা-ের ঘটনা ঘটতে পারে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার পানানগর গ্রামের নাসিম উদ্দিনের পানানগর বাজারে কাপড়ের দোকান রয়েছে। প্রতিদিন রাতে দোকান বন্ধ করে বাবার সঙ্গে বাড়ি ফিরলেও মঙ্গলবার রাতে দোকান বন্ধ হওয়ার আগেই বাড়ি ফেরার কথা বললেও রাতে বাড়ি থেকে প্রায় ৩’শ গজ দূরে লোকনাথ মৈত্র নদীর ব্রিজের ওপরে গিয়ে দাঁড়ায় সে। রাত ১টার দিকে তেঁতুলিয়া থেকে একই গ্রামে ফিরছিলেন শমসের আলী ও মুনছের আলী নামের দুই ব্যক্তি। তারা ব্রিজের ওপরে নাসিমের মোটরসাইকেল দেখতে পায়। গভীর রাতে ব্রিজের ওপর মোটরসাইকেল থাকলেও কাউকে দেখতে না পেয়ে নাসিমের বাড়িতে খবর দেয়। পরে বাড়ির লোকজন মোটরসাইকেলটি উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। রাতেই নাসিমের খোঁজ খবর শুরু হয়। রাত দেড়টার দিকে ব্রিজের পাশের একটি ধান ক্ষেতে তাকে জবাই করা অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। তাৎক্ষণিক বিষয়টি দুর্গাপুর থানায় জানালে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ নাসিমের লাশ উদ্ধার করে।
×