ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কানাডায় বিমান বিধ্বস্ত, সাবেক পরিবহন মন্ত্রীসহ নিহত ৭

প্রকাশিত: ০৪:২১, ৩১ মার্চ ২০১৬

কানাডায় বিমান বিধ্বস্ত, সাবেক পরিবহন মন্ত্রীসহ নিহত ৭

কানাডায় কুইবেকের পূর্ব উপকূলের অদূরে একটি দ্বীপে ছোট্ট ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে কানাডার সাবেক পরিবহনমন্ত্রী এবং তার স্ত্রী, দুই ভাই ও এক বোন রয়েছে। বাবার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে মর্মান্তিক ঘটনাটি ঘটে। বৈরী আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়। খবর এএফপি’র। কর্তৃপক্ষ বলছে, ঝড়ো হাওয়া ও তুষারপাতের মধ্যে বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে বিমানটি বিধ্বস্ত হয়। সাবেক পরিবহনমন্ত্রী জেন ল্যাপিরি (৫৯) সিটিভি ও কানাডার অন্যান্য গণমাধ্যমে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কাজ করতেন। স্ত্রী, দুই ভাই ও বোনসহ ল্যাপিরি বাবার শেষকৃত্যানুুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সবচেয়ে বড় মুভি স্ক্রিন চীনের আনহুই প্রদেশের স্টার স্ক্রিন কোম্পানি লিমিটেড নামে এক সংস্থার দাবি, ১০০ ফুট চওড়া ও ২৫ ফুট উচ্চতা বিশিষ্ট ১.৬ টন ওজনের মুভি স্ক্রিন বানিয়েছে তারা, যা বিশ্বের সবচেয়ে বড়। এটি তৈরি করতে দুই বছর সময় লেগেছে। চীনের স্টেট ফিল্ম এ্যাডমিনিস্ট্রেশনের অধীন ‘সায়েন্স ও টেকনোলজি কমিটি’ স্বীকৃতিও দিয়েছে। -এনডিটিভি ছিনতাইকারীর সঙ্গে সেলফি! মিসরের বিমান ছিনতাইকারী সাইফ আলদিন মোস্তফার সঙ্গে সেলফি তোলার আবদার জানায় বেন আইনস। ছিনতাই হওয়া ইজিপ্ট এয়ারের বিমান ‘এয়ারবাস ৩২০’এর ৫৬ জন পণবন্দী যাত্রীর মধ্যে সেও একজন। রাজি হয়ে যায় ‘প্রেমিক’ ছিনতাইকারীও। বুকে বিস্ফোরক লাগানো মোস্তফার সঙ্গে সেলফি তুলে টুইট করে দেয় ২৬ বছরের আইনস। সঙ্গে বন্ধুদের বার্তা, ‘জানোই তো তোমাদের বন্ধু কাউকেই ডরায় না! খবর খুলে দেখ’। সেই সেলফিই এখন ঘুরছে সোশ্যাল সাইটে। কেউ বাহবা দিচ্ছেন দুজনকেই। কেউ আবার বলছেন, দুটোই আসলে পাগল। - গার্ডিয়ান
×