ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পায়ে হেঁটে ৪৬ দিনে তেঁতুলিয়া থেকে টেকনাফ

প্রকাশিত: ০০:৩৫, ৩০ মার্চ ২০১৬

পায়ে হেঁটে ৪৬ দিনে তেঁতুলিয়া থেকে টেকনাফ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বাংলাদেশের মূল ভূ-খন্ডের দক্ষিণ সীমানায় টেকনাফের শাহপরীরদ্বীপের গোলারচরে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে তেতুলিয়া থেকে পায়ে হেঁটে টেকনাফ ভ্রমনের প্রথম লক্ষ্য পূর্ণ করেছেন জাহাঙ্গীর আলম শোভন। গত ১২ ফেব্র“য়ারি পঞ্চগড় জেলার তেতুলিয়া বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন তিনি। ‘দেখবো বাংলাদেশ-গড়বো বাংলাদেশ’ স্লোগান নিয়ে দেশ গড়ার আহ্বানে তিনি এ পদযাত্রা করে বলে জানান। পদযাত্রায় তিনি বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে দেশ গড়ার আহ্বান জানান এবং বিভিন্ন সামাজিক কর্মসূচীতে অংশ নেন। এ ভাবে মোট ৪৬ দিনে তিনি বুধবার টেকনাফে এসে পৌছেন বলে জানা গেছে। এছাড়া তিনি শিশু নির্যাতন বন্ধ, লোক সাহিত্য সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণ, গাছ লাগানো, বাল্য বিবাহ রোধ ও মাদকবিরোধী জনমত গঠনে কাজ করছেন।
×