ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আন্দোলনকারী নার্সদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠি চার্জ

প্রকাশিত: ২২:৪৬, ৩০ মার্চ ২০১৬

আন্দোলনকারী নার্সদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠি চার্জ

অনলাইন রিপোর্টার ॥ শাহবাগে আন্দোলনকারী নার্সদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করছে পুলিশ। একাধিক টিয়ার সেল নিক্ষেপের ফলে চরম ভোগান্তিতে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে আসা শত শত রোগী। একটি সূত্র জানায়, পুলিশের লাঠি চার্জ, গরম পানি ও টিয়ার সেল নিক্ষেপে কমপক্ষে ৬ জন আহত হয়েছে। আহতরা হলেন- সাইফুল ইসলাম, লতিফ, ইমরান, অমৃতা, সালাউদ্দিন, আসমা। আহতদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে আজ সকাল থেকে শাহবাগে সড়ক অবরোধ করে রেখেছিল বেকার নার্সরা। বুধবার সকাল ১০টার দিকে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি ব্যানারে সড়ক অবরোধ করে। অবরোধের ফলে শাহবাগের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের অনুরোধে তারা সরে না যাওয়ায় পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করতে বাধ্য হয় বলে জানায় পুলিশ।
×