ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ত্রিশালে বাসচাপায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিহত

প্রকাশিত: ০৬:৩১, ৩০ মার্চ ২০১৬

ত্রিশালে বাসচাপায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিহত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে বাসচাপায় নিহত হয়েছেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম (৩৮)। মঙ্গলবার সন্ধ্যার এই দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক এমএলএসএস নছর উদ্দিন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। ত্রিশাল থানার পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ত্রিশাল উপজেলা সদর থেকে সরকারী কাজে মোটরসাইকেলে করে বইলরে যাওয়ার পথে পেছন দিক থেকে ময়মনসিংহগামী পদ্মা গেটলক সার্ভিসের একটি বাস উক্ত ইউএনওকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত রাশেদুল ইসলাম ও কর্মচারী নছর উদ্দিনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাশেদুল। ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। রাশেদুল ইসলাম বিসিএস ২৭তম ব্যাচে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তাঁর বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলায়। দুর্ঘটনার খবর পেয়ে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন আহমদ, পুলিশের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক, ত্রিশালের সাবেক এমপি হাফেজ রুহুল আমিন মাদানীসহ ত্রিশাল ও ময়মনসিংহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে আসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল নিঃসন্তান ছিলেন। তার এই অকাল মৃত্যুতে ময়মনসিংহ জেলা প্রশাসনের শোকের ছায়া নেমে আসে।
×