ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুদ্রণশিল্প যাচ্ছে মুন্সীগঞ্জের সিরাজদিখানে

প্রকাশিত: ০১:০২, ২৯ মার্চ ২০১৬

মুদ্রণশিল্প যাচ্ছে মুন্সীগঞ্জের সিরাজদিখানে

অনলাইন রিপোর্টার ॥ রাজধানী থেকে মুদ্রণশিল্পকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ১৪০ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশে সাড়ে ৫ হাজারের মতো মুদ্রণশিল্প আছে। যার মধ্যে ৩ হাজার রয়েছে ঢাকায়। এর মধ্যে ৭০ শতাংশই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। তাই পরিবেশ রক্ষাসহ এ শিল্পের বিকাশের লক্ষ্যে ঢাকার মুদ্রণশিল্পকে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনামন্ত্রী আরো বলেন, সভায় ‘বিসিক মুদ্রণ শিল্পনগরী’সহ মোট ৮ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানীকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা ও ঢাকার বাইরে মুদ্রণ শিল্পকে একটি পরিবেশ বান্ধব স্থানে স্থানান্তরের লক্ষ্যে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ‘বিসিক মুদ্রণ শিল্পনগরী’ স্থাপন করা হবে। প্রকল্পটি শিল্প মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) কর্তৃক ২০১৫ সালের জুন হতে ২০১৮ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে।
×