ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে বিএনপির ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা

প্রকাশিত: ০৮:২০, ২৯ মার্চ ২০১৬

মুন্সীগঞ্জে বিএনপির ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগর উপজেলার কোলাপাড়ায় বিএনপি প্রার্থীর বাড়িতে হামলা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে একদল সন্ত্রাসী কোলাপাড়া ইউপির বর্তমান চেয়ারম্যান বিএনপি প্রার্থী কামরুজ্জামন পলাশের বাড়িতে এই হামলা চালায়। বাড়িটির ভেতরে ঢুকতে না পাড়লেও বহিরাংশের বৈদ্যুতিক লাইটসহ নানা কিছু ভাংচুর এবং ভেতরে ঢিল ছুড়ে ও চেষ্টা করে মূল ফটক ভাঙ্গার। খবর পেয়ে পুলিশ ছুটে গেলে সন্ত্রীরা পালিয়ে যায়। বিএনপি প্রার্থী এই হামলার জন্য আওয়ামী লীগ প্রার্থী নেছারুল্লাহ সুজনকে দায়ী করেছেন। শ্রীনগর থানার ওসি সাহিদুর রহমান রাত ১০টায় জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। বিএনপি প্রার্থীর বাবা শ্রীনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মমিন আলী এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। আগামী ৩১ মার্চ ইউনিয়নটিতে ভোট গ্রহণ। হুমকিসহ নানা অভিযোগে বিএনপি প্রার্থী রবিবার সংবাদ সম্মেলন করে। এতে ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ প্রার্থী সোমবার পাল্টা সংবাদ সম্মেলন করে এবং এই হামলায় চালায় বলে বিএনপি অভিযোগ করেছে। তবে আওয়ামী লীগ প্রার্থী সংবাদ সম্মেলনের কথা স্বীকার করলেও হামলার কথা অস্বীকার করেছে। এই হামলার ঘটনা এখানে উত্তেজনা বিরাজ করছে। জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল বলেন, হামলাকারীরা যত ক্ষমতাধরই হউন না কেন, দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ ও র‌্যাবকে নির্দেশ দেয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সব ব্যবস্থা গ্রহণ করছে।
×